
কলকাতা: দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের মেঘ। ফের নিম্নচাপ। ২৪ জুলাই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে প্রবল বর্ষণের সতর্কতা। ২৪ জুলাই উপকূলের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৫ জুলাই গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
ফের নিম্নচাপ
ওই সময় দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিকে বিগত কয়েক সপ্তাহে পর পর নিম্নচাপের বৃষ্টিতে চাপ বেড়েছিল ডিভিসির উপর। জলে ডুবেছে পশ্চিমাঞ্চলের বিস্তৃর্ণ এলাকার পাশাপাশি আরামবাগ, গোঘাটের বড় এলাকা। জলের এখানে জলের তলায় ঘাটালের বড় অংশ। এবার ফের নিম্নচাপ হলে নতুন করে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায়। রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে। তবে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। কিন্ত বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে।
নজরে কলকাতা
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৭৬ থেকে ১০০ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩২.৬ মিলিমিটার।
ঘোর দুর্যোগ উত্তরে
উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার প্রবল বৃষ্টির ভয় পাহাড়-ডুয়ার্সে। উত্তরবঙ্গে ২১শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। শনিবার দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।