Weather Update: ঘূর্ণাবর্তের পঞ্চবান! সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা

Weather Update: আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণাবর্তের পঞ্চবানে পাক খাচ্ছে দেশ। এই মুহূর্তে দেশজুড়ে সক্রিয় পাঁচটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং অসম সংলগ্ন এলাকায়। মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে।

Weather Update: ঘূর্ণাবর্তের পঞ্চবান! সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Apr 05, 2025 | 12:58 PM

কলকাতা: তাপপ্রবাহের দাপট সেই অর্থ না থাকলেও বেলা বাড়লেই দরদর করে ঘামছে বাঙালি। মাথায় ছাতা থেকে রাস্তার ঠান্ডা পানীয়, গরমের হাত থেকে নিস্তার মিলছে না কিছুতেই। এপ্রিলের গোড়া থেকেই ফের ঊর্ধ্বমুখী বাংলার পারদ। তবে হাওয়া অফিস বলছে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। আগামী সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে কিছু কিছু জেলায়। 

আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণাবর্তের পঞ্চবানে পাক খাচ্ছে দেশ। এই মুহূর্তে দেশজুড়ে সক্রিয় পাঁচটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং অসম সংলগ্ন এলাকায়। মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরেও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। একইসঙ্গে ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আবহাওয়া দফতর বলছে সোমবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 

সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশের আশপাশে।