AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Metro service: নোয়াপাড়া-বিমানবন্দর রুটের মেট্রোযাত্রীদের জন্য বড় খবর, কী বদল হচ্ছে?

Metro service increase in yellow line: এতদিন শনিবার ৪৪টি মেট্রো চলত এই রুটে। এবার থেকে আপ ও ডাউন মিলিয়ে ৯২টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে প্রথম মেট্রো ছাড়বে ৭টা ১৮ মিনিটে। আর জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে প্রথম মেট্রো ছাড়বে ৭টা ৪০ মিনিটে। নোয়াপাড়ার দিকে থেকে শেষ মেট্রো ছাড়বে ৮টা ৫৮ মিনিটে। আর বিমানবন্দরের দিক থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ১৮ মিনিটে।

Metro service: নোয়াপাড়া-বিমানবন্দর রুটের মেট্রোযাত্রীদের জন্য বড় খবর, কী বদল হচ্ছে?
কলকাতা মেট্রোImage Credit: Kolkata Metro
| Edited By: | Updated on: Oct 31, 2025 | 7:17 PM
Share

কলকাতা: নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর রুটের মেট্রোযাত্রীদের জন্য সুখবর। শনি ও রবিবার এই ইয়োলো লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ। একইসঙ্গে প্রথম মেট্রো আরও আগে ছাড়বে। আবার শেষ মেট্রো ছাড়ার সময়ও বাড়ানো হল। স্কুল ও কলেজের পড়ুয়া, অফিসযাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার (৩ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর রুটে সোম থেকে শুক্রবার পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে ১২০টি মেট্রো চলবে। এতদিন নোয়াপাড়া থেকে বিমানবন্দরের প্রথম মেট্রো ছাড়ত ৭ টা ৫৫ মিনিটে। এবার থেকে তা ছাড়বে ৭টা ১৮ মিনিটে। জয়হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়ার দিকে প্রথম মেট্রো ছাড়ত সকাল ৮টার সময়। এবার তা ছাড়বে ৭টা ৪০ মিনিটে।

নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে শেষ মেট্রো এতদিন ছাড়ত রাত ৮টায়। এবার তা ছাড়বে ৮টা ৫৮ মিনিটে। আবার জয়হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়ার দিকে এতদিন শেষ মেট্রো ছাড়ত ৮টা ৫ মিনিটে। এবার তা ছাড়বে ৯টা ১৮ মিনিটে।

এতদিন শনিবার ৪৪টি মেট্রো চলত এই রুটে। এবার থেকে আপ ও ডাউন মিলিয়ে ৯২টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে প্রথম মেট্রো ছাড়বে ৭টা ১৮ মিনিটে। আর জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে প্রথম মেট্রো ছাড়বে ৭টা ৪০ মিনিটে। নোয়াপাড়ার দিকে থেকে শেষ মেট্রো ছাড়বে ৮টা ৫৮ মিনিটে। আর বিমানবন্দরের দিক থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ১৮ মিনিটে।

রবিবার ৪০টি মেট্রোর বদলে ৭৮টি মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় অন্যদিনের মতোই। এতদিন শনি ও রবিবার ৩৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যেত। এবার থেকে ১৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।