Kolkata Metro: ১৪ মাসের মধ্যেই গড়িয়া-রুবি থেকে মেট্রো ধরে আসা যাবে সেক্টর ফাইভের অফিসে? এল বড় খবর
Chingrighata: শুধু যে এই অংশেই জটে কেটে মেট্রো দৌড়াবে এমনটা নয়, ২০২৯ সালের মধ্যে মেট্রোর পার্পল লাইনের কাজ শেষ করারও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মিলছে পরিষেবা। এখন খিদিরপুর থেকেও মাটির গভীরে কাজ চলছে পুরোদমে।

কলকাতা: ছিল দীর্ঘদিনের জট। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে তা কেটেছে। কিন্তু কাজ শুরু হবে কবে? তা নিয়ে চাপানউতোরের মধ্যেই কলকাতা মেট্রোর জন্মদিনের উদযাপনের আবহে নতুন তথ্য দিলেন জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র। সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই অরেঞ্জ লাইনের পুরো অংশেই ছুটবে মেট্রো। অর্থাৎ, আগামী বছরের ডিসেম্বর থেকেই গড়িয়া-এয়ারপোর্ট রুটে বাকি থাকা অংশে বাণিজ্যিকভাবে চলতে শুরু করবে মেট্রো। চিংড়িঘাটার যে অংশে কাজ দীর্ঘদিন থেকে থমকে ছিল সেখানেও আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেও কাজ শুরুর ইঙ্গিত মিলছে। রাজ্য সরকারের সঙ্গেও হয়ে গিয়েছে চূড়ান্ত আলোচনা।
শুধু যে এই অংশেই জটে কেটে মেট্রো দৌড়াবে এমনটা নয়, ২০২৯ সালের মধ্যে মেট্রোর পার্পল লাইনের কাজ শেষ করারও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মিলছে পরিষেবা। এখন খিদিরপুর থেকেও মাটির গভীরে কাজ চলছে পুরোদমে। ঘাম ঝরাচ্ছে দু’টি টানেল বোরিং মেশিন। এই অংশের কাজও ২০২৯ সালের মধ্যে শেষ হয়ে যাবে বলে মনে করছেন মেট্ররো জেনারেল ম্যানেজার। মোটের উপর আরও সম্প্রসারের জন্য ৫৭ কিলোমিটারর অনুমোদনও পাওয়া গিয়েছে। তার মধ্যে ২৯ কিলোমিটারের কাজ ছাব্বিশের সালের মধ্যেই শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।
পাশাপাশি ২০২৯ সালের মধ্যে আবার মেট্রোর হলুদ লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে বারাসত রুটে মাইকেল নগর যুক্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই রুটে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট রুটে পাওয়া যাচ্ছে মেট্রো। অর্থাৎ আর কয়েক বছের মধ্যেই ধারে-ভারে যে আরও বেশ কিছুটা লম্বা হচ্ছে কলকাতা মেট্রো তাই জোর দিয়ে বুঝিয়ে দিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার। অন্যদিকে দুর্গাপুজো, কালীপুজোর মতো এবার ছট পুজোতেও স্পেশ্যাল সার্ভিসের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। বিবৃতি জারি করে সে কথা জানান হয়েছে।
