
কলকাতা: ‘মা, দুটো চাল দিও। ছেলে-মেয়েরা না খেয়ে বসে আছে।’ জীর্ণ শরীর। হাত দুটো বাড়িয়ে ভিক্ষা চাইল। কথাগুলো শুনে চোখ ছলছল করে উঠল বাড়ির গিন্নিমার। ছিন্ন জামা পরা ব্যক্তিকে দেখে মনে হল, সকাল থেকে সে-ও কিছু খায়নি। গিন্নিমা তাঁকে ঘরে বসালেন। খেতে দিলেন। কথায় কথায় গিন্নিমাকে ওই ব্যক্তি বললেন, আগে বিভিন্ন বাড়িতে কাজ করতেন। মাঠে ধান তুলতেন। দিনমজুরি করতেন। এখন আর তেমন কেউ কাজ দেয় না। তাই ভিক্ষা করছেন। এতদূর পড়ে মনে হতে পারে কোনও গল্পের প্লট। সত্যিই কি তাই? ২০০৪ সালে এই বাংলারই ঝাড়গ্রামের আমলাশোলে অনাহারে মৃত্যুর খবর সংবাদের শিরোনামে উঠে এসেছিল। গ্রাম বাংলায় দু-বেলা দু’মুঠো খাবারের জন্য হা-পিত্যেশের ছবি আরও আছে। আর সেখান থেকেই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের ভাবনা। গ্রামের মানুষ যাতে বছরে ১০০ দিন কাজ পান, তাই শুরু হয় MGNREGA(মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল...