Nabanna Abhiyan: ‘ক্লাবে ১ লাখ করে দিচ্ছে, আর আমরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারি না’, নবান্ন অভিযান থেকে ক্ষোভে ফেটে পড়লেন মিড ডে মিল কর্মীরা

Mid Day Meal Worker: “আমাদের দমন করার জন্য পুলিশ রাস্তা আটকেছে। আমরা এখানে বসে পড়ব। প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে। আমরা এখান থেকে নড়ছি না।” মিছিল থেকে ক্ষোভ উগরে দিলেন এক আন্দোলনকারী।

Nabanna Abhiyan: ‘ক্লাবে ১ লাখ করে দিচ্ছে, আর আমরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারি না’, নবান্ন অভিযান থেকে ক্ষোভে ফেটে পড়লেন মিড ডে মিল কর্মীরা
নবান্ন অভিযানে মিড ডে মিল কর্মীরা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 26, 2025 | 2:21 PM

কলকাতা: বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে এবার পথে নামলেন মিড ডে মিল কর্মীরা। শিয়ালদহ থেকে মিছিল চলল নবান্নের উদ্দেশে। কিন্তু পথেই তাঁদের আটকে দেয় পুলিশ। পড়ে যান ব্যারিকেডের সামনে। ব্যাপক উত্তেজনার ছবি দেখা যায় নিউ মার্কেট থানার সামনে। অভিযানের খবর আসা মাত্রই পুলিশের পক্ষ থেকে আগেই ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল। বাধা পেয়ে ব্যারিকেডের উপর উঠে পড়েন মিড মিলের কর্মীরা। 

মিছিল থেকেই ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। ক্ষোভের সুরেই একজন বলছেন, ‘আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছি। কিন্তু আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তাঁরা মানতে পারছে না। আমাদের আন্দোলনকে তাঁরা পুলিশ দিয়ে দমন করছে। একাধিক জেলা থেকে হাজার হাজার মহিলা কর্মী এসেছে। কিন্তু পুরুষ পুলিশ দিয়ে আমাদের রাস্তা আটকানো হয়েছে। আমাদের দাবি ১০ মাস নয়, ১২ মাসের জন্য মিড ডে মিল কর্মীদের ভাতা দিতে হবে। আমাদের দমন করার জন্য পুলিশ রাস্তা আটকেছে। আমরা এখানে বসে পড়ব। প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে। আমরা এখান থেকে নড়ছি না।“

মিছিল থেকেই ক্ষোভে ফেটে পড়লেন আরও একাধিক আন্দোলনকারী। একজন স্পষ্ট ভাষায় “আমাদের ন্য়ূনতম ২৬ হাডার টাকা বেতন দিতে হবে। কেন সরকার আমাদের দাবি মানছে না? আমরা হাড় ভাঙা পরিশ্রম করি। পুজোর সময় ক্লাবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিচ্ছে। আর আমরা মিড ডে মিল কর্মীরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারি না। আমাদের কেন পুজোর বোনাস দেবে না?”