কলকাতা: সম্প্রতি মিটেছে পঞ্চায়েত ভোট। নির্বাচন শেষ হতেই ভাঙন শাসকদলে। তৃণমূল ছাড়লেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দর। যোগ দিলেন কংগ্রেসে। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করতে দেখা গেল ইয়াসির হায়দরকে। আর কংগ্রেসে যোগদানের পরই প্রাক্তন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।
দলবদলের সময় বিভিন্ন নেতা-মন্ত্রীরা ঠিক যেমনটা বলে থাকেন যে প্রাক্তন দলে কাজের সুযোগ পাচ্ছিলেন না তাঁরা, ইয়াসিরের ক্ষেত্রেও সেই একই সুর শোনা গেল। সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জনের পাশে বসে তিনি বললেন, “আমি আগে যে দলে ছিলাম, সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না।” সঙ্গে আরও জানালেন, “তৃণমূলে যেমন দেখেন আপনারা তোলাবাজি-দুর্নীতি, এই কোনও কিছুর সঙ্গেই আমি যুক্ত ছিলাম না। আমি আমার সবটুকু দিয়ে কাজ করছিলাম। কিন্তু ২০১৯ কেন আমায় প্রার্থী করা হল না বুঝতে পারলাম না। উচ্চ-নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হল না।” তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি রাজনীতিতে এসেছেন যাতে মানুষের সেবা করতে পারেন। সেটাই করতে পারছেন না। আজ ইয়াসিরের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরী।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ফিরহাদের জামাই। সামাজিক মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। লেখেন, “যারা দিন রাত দলের কাজ করে তাদের কেউ পাত্তা দেয় না। টিকিট নিয়ে যায় সেলিব্রিটিরা।”