Asansol: ক্লাস টেনের ছাত্রীর মোবাইল থেকে এল ভিডিয়ো কল! অবস্থা থেকে মাথায় বাজ পড়ল পরিবারের

Asansol: পরিবার সূত্রে খবর, শনিবার সালানপুরের বনজেমারির বাড়ি থেকে টিউশন যাওয়ার পর থেকেই আর খোঁজ মিলছিল না ওই নাবালিকার। আশপাশের এলাকার পাশাপাশি আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ চালিয়েও কোনও লাভ হয়নি।

Asansol: ক্লাস টেনের ছাত্রীর মোবাইল থেকে এল ভিডিয়ো কল! অবস্থা থেকে মাথায় বাজ পড়ল পরিবারের
চরম উদ্বেগে গোটা পরিবার Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 24, 2025 | 6:16 PM

কলকাতা: রহস্যজনকভাবে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী। খোঁজ মিলছে না ৬ দিন হয়ে গেল! ছাত্রীর মোবাইল থেকেই এল ভিডিয়ো কল। তাতেই করা হল মুক্তিপণের দাবি। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে আসানসোলের সালানপুরে। অভিযোগ দায়ের হতেই জোরকদমে তদন্তে নেমেছে সালানপুর থানার পুলিশ। তবে এখনও উদ্ধার করা যায়নি ওই নাবালিকাকে। চিন্তা বাড়ছে পরিবারে সদস্যদের মধ্যে। 

পরিবার সূত্রে খবর, শনিবার সালানপুরের বনজেমারির বাড়ি থেকে টিউশন যাওয়ার পর থেকেই আর খোঁজ মিলছিল না ওই নাবালিকার। আশপাশের এলাকার পাশাপাশি আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ চালিয়েও কোনও লাভ হয়নি। শেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবারের লোকজন। অপহরণের মামলা রুজু করে জোরকদমে তদন্ত শুরু করে পুলিশ।  

পরিবারের লোকজন বলছেন, এরইমধ্যে বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রীর মোবাইল থেকে পরিবারের সদস্যদের কাছে একটি ভিডিয়ো কল আসে। হাত-পা অবস্থায় দেখা যায় ওই নাবালিকাকে। ইতিমধ্যেই আবার ছাত্রীর নম্বর থেকে একটি মেসেজও এসেছে। তাতে ৩ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।