Winter in Bengal: অবশেষে বর্ষা বিদায়! কিন্তু ঠান্ডা পড়ছে কবে থেকে?

Monsoon Left Bengal: হাওয়া অফিস বলছে, বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও কোনও কোনও জেলায় দিনভর আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। একইসঙ্গে পশ্চিমদিকের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বেশ কিছুটা পারাপতন দেখা যেতে পারে।

Winter in Bengal: অবশেষে বর্ষা বিদায়! কিন্তু ঠান্ডা পড়ছে কবে থেকে?
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Sudipta Das/NurPhoto via Getty Images

| Edited By: জয়দীপ দাস

Oct 13, 2025 | 7:38 PM

কলকাতা: বাংলা থেকে বিদায় নিল বর্ষা। আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে একসঙ্গে বিদায় নিয়েছে বর্ষা। শুধু বাংলা নয় একইসঙ্গে ঝাড়খণ্ড ও সিকিম থেকেও বিদায় নিয়েছে বর্ষা। এই মুহূর্তে বর্ষা বিদায় রেখা গুয়াহাটির উপর দিয়ে রয়েছে। যা থেকে পরিষ্কার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির অনেকটা অংশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। আগামী ৫ থেকে সাতদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।  

হাওয়া অফিস বলছে, বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও কোনও কোনও জেলায় দিনভর আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। একইসঙ্গে পশ্চিমদিকের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বেশ কিছুটা পারাপতন দেখা যেতে পারে। তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একইসঙ্গে হাওয়া অফিসের তথ্য বলছে, দক্ষিণবঙ্গে ৮ শতাংশ বেশি বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েই গেল। উত্তরবঙ্গের সব জেলা মিলিয়ে বৃষ্টির ঘাটতি ১৬ শতাংশ। তবে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দুই বঙ্গের যোগ ফল ধরলে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকই। তবে শুধু কলকাতাতেই ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। 

এদিকে ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় পর্বও শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন ধরে গোটা বাংলাতেই পুরোদমে চলবে হাওয়া বদলের প্রক্রিয়া। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দাপট কমতেই সেই জায়গা দখল করবে উত্তর-পশ্চিমের শীতল বায়ু। কমবে আর্দ্রতা। আরও শুষ্ক হবে হাওয়া। তবে এখনও শহর কলকাতা থেকে আশপাশের এলাকায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় খুব একটা তাপমাত্রা নামার সুযোগ পাচ্ছে না। তবে সেই রাস্তা এবার ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।