Weather Update: আরব সাগরে নিম্নচাপ! ঘোঁট পাকাচ্ছে বঙ্গোপসাগরেও, কেমন থাকবে বাংলার আকাশ

Weather Update: হাওয়া অফিস বলছে, পরিস্থিতি মোটের উপর অনুকূলই রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মলদ্বীপ ও কোমোরিন এলাকায় ঢুকে পড়বে। দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে।

Weather Update: আরব সাগরে নিম্নচাপ! ঘোঁট পাকাচ্ছে বঙ্গোপসাগরেও, কেমন থাকবে বাংলার আকাশ
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

May 20, 2025 | 3:24 PM

কলকাতা: সময়ের আগেই বর্ষা ঢুকছে দেশের মূল ভূখণ্ডে। ৪-৫ দিনের মধ্যে বর্ষা আসছে কেরলে। সাধারণত ১ জুন মৌসুমি বায়ু ঢোকে কেরলে। কিন্তু এবার অনেকটাই আগেভাগে। যদিও ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। ৪-৫ দিনের মধ্যে বর্ষা আসছে উত্তর-পূর্ব ভারতেও। ২২ মে নাগাদ আরব সাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কিছু সময়ের মধ্যেই ওই নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলেছে। 

হাওয়া অফিস বলছে, পরিস্থিতি মোটের উপর অনুকূলই রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মলদ্বীপ ও কোমোরিন এলাকায় ঢুকে পড়বে। দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে। একইসঙ্গে উত্তরপূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশেও অগ্রসর হবে। মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরেও নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই পঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি আবার হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। 

আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের ৭ জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই। এদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়াও বইতে পারে। বুধবার-বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে এদিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই ঝড়-বৃষ্টির আবহাওয়া। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে উপরের দিকের ছয় জেলায়।