
কলকাতা: মঙ্গলের রাতে প্রবল বৃষ্টির সাক্ষী থেকে কলকাতা। সন্ধ্যা থেকেই ব্যাপক ঝড়-বৃষ্টির ছবি দেখা গিয়েছে জেলায় জেলায়। তবে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এমনটাই বলছে আবহাওয়া দফতর। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে নির্ধারিত ১০ জুনের পরেই দক্ষিণবঙ্গে বর্ষা পা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদদের একাংশ বলছেন, বর্ষা আসতে আসতে হয়ে যেতে পারে ১২ জুন।
আপাতত কলকাতা-সহ সাত জেলায় গরম এবং আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে গরমের কারণে চরম অস্বস্তি থাকবে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৪৬ থেকে ১০০ শতাংশের মধ্যে। তবে আগামী ৪৮ ঘন্টাতে একদিকে যেমন অস্বস্তিকর গরম থাকছে তেমনই অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে একাধিক জেলায়। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টাও হতে পারে।
কলকাতাতেও এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একইসঙ্গে বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। অন্যদিকে উত্তরবঙ্গেও এদিন বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকছে। উপরের দিকের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। একটানা বৃষ্টিতে ধ্বসের আশঙ্কা। বাড়ছে একাধিক নদীর জলস্তর।