
কলকাতা: সাময়িক বিরতির পর ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। এমনটাই বলছে মৌসম ভবন। ১৪ জুন শনিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। তবে এখনই দক্ষিণবঙ্গে বর্ষা আসছে না। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে হাওয়া মৌসুমী বায়ুর পক্ষে অনুকূল হতে আরও দু থেকে তিন দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। সোজা কথা, মৌসুমী বায়ু ঢুকতে ঢুকতে সপ্তাহ গড়িয়ে যেতে পারে।
আবহাওয়া দফতর বলছে, গরমের দাপট চললেও বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। দুর্যোগের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়াকে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিন দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতাতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প ঘোরাফেরা করছে ৬০ থেকে ৯২ শতাংশের মধ্যে।
শনি ও রবিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টির কারণে সপ্তাহান্তে বেশ কিছুটা পারা পতন দেখা যেতে পারে।