Moon Moon Sen: ‘ইচ্ছা থাকলেও শরীর দেবে না’, কোন বিষয়ে বললেন মুনমুন?

Sucharita De | Edited By: অংশুমান গোস্বামী

Jan 29, 2024 | 1:29 PM

বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু সেই নির্বাচনে কী দেখা যাবে টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী মুনমুন সেনকে? এই জল্পনার অবসান নিজেই করেছেন সুচিত্রা কন্যা। টিভি৯ বাংলার প্রতিনিধিকে তিনি জানিয়েছেন আগামী লোকসভা নির্বাচনে নিজের পরিকল্পনার কথা।

Moon Moon Sen: ‘ইচ্ছা থাকলেও শরীর দেবে না’, কোন বিষয়ে বললেন মুনমুন?
মুনমুন সেন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচন কড়া নাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু সেই নির্বাচনে কী দেখা যাবে টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী মুনমুন সেনকে? এই জল্পনার অবসান নিজেই করেছেন সুচিত্রা কন্যা। টিভি৯ বাংলার প্রতিনিধিকে তিনি জানিয়েছেন আগামী লোকসভা নির্বাচনে নিজের পরিকল্পনার কথা।

মুনমুন সেন জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। কিন্তু রাজনীতির আঙিনায় লড়াই করার ইচ্ছা রয়েছে তাঁর। কিন্তু শরীরের কারণেই তিনি আর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে দল চাইলে প্রচারে অংশ নিতে রাজি রয়েছেন তৃণমূলের প্রাক্তন তারকা সাংসদ। এ বিষয়ে মুনমুন সেন বলেছেন, “আমার ইচ্ছা থাকলেও, আমার শরীর দেবে না। যদি আমাকে চায়, তাহলে এখান ওখান প্রচারে যেতে পারি। কিন্তু ভোটে লড়তে পারব না।”

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন মুনমুন। সিপিএমের ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারিয়েছিলেন তিনি। বিপুল ভোট পেয়েছিলেন সে বার। সেই নির্বাচনী অভিজ্ঞতা যে মধুর ছিল, তাও এ দিন জানিয়েছেন মুনমুন। বলেছেন, “বাঁকুড়ায় খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল।” তবে ২০১৪ সালে জিতলেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিততে পারেননি মুনমুন। ২০১৯ সালে আসানসোল কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। বাবুল সুপ্রিয়ের কাছে সে বার হারেন তিনি।

Next Article