কলকাতা: ক্রিস্টমাসের উন্মদনায় ইতিমধ্য়েই মেতে উঠেছে বঙ্গবাসী। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা! ক্যালেন্ডাল বলছে পাতা উল্টালেই ২৫ ডিসেম্বর। বড়দিনের সাজে সেজে উঠেছে গোটা কলকাতা। দিকে দিকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। রূপ বদলে নববর্ষের প্রহর গুনতে শুরু করে দিয়েছে চার্চগুলি। এদিকে উৎসবের শহরে নিরাপত্তায় পুরোদমে জোর দিচ্ছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, এদিন রাতে শহরে থাকছে হাজারের বেশি পুলিশ কর্মী। তবে ২৫ ডিসেম্বর সংখ্যাটা দ্বিগুণ হতে চলেছে। বড়দিনে শহরে থাকতে পারে ২ হাজারের বেশি পুলিশ কর্মী।
সাধারণ পুলিশ কর্মীদের পাশাপাশি থাকছেন ডিসি পদমর্যদার ৮ অফিসার। র্যাডার থেকে কোনও অংশ যাতে বাদ না পড়ে সে কারণে শহরের নানা প্রান্তে থাকছে ১১টা ওয়াচ টাওয়ার। একইসঙ্গে কোমও অপ্রীতিকর ঘটনায় দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য থাকছে ৩টি QRT। তৎপর থাকছে ৪০টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। থাকবে HRFS।
বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা। শহরে মহিলাদের নিরাপত্তায় জোর দিতে থাকছে উইনার্স টিম। বাড়ানো হয়েছে মহিলা পুলিশের সংখ্যা। মার্কুই স্ট্রিট ও বেশ কিছু জায়গায় সাদা পোশাকের পুলিশ সাধারণ মানুষের মধ্যে মিশে থাকছে। নাকা পয়েন্ট থাকছে গোটা শহরজুড়েই। মদ খেয়ে যাতে কেউ গাড়ি না চালান, পা কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটনা সে কারণেও থাকছে বিশেষ নজর। দুর্গাপুজোর মতো জোর দেওয়া হচ্ছে নাকা চেকিংয়ে। বিশেষ নজরদারির দায়িত্বে থাকছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ৩০ পুলিশ কর্তা। থাকছেন ইনস্পেকটর পদমর্যাদার ২৭ পুলিশ কর্তা। থাকছেন সাব-ইনস্পেকটর পর্দমর্যাদার ২৫০ পুলিশ কর্মী।