কলকাতা: কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা দেওয়ার দাবি জানিয়ে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে প্রতিবাদে সরব হবেন তৃণমূল নেতৃত্ব। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকার দাবি করেই এই কর্মসূচি ঘাসফুল শিবিরে। দিল্লিতে তৃণমূল নেতা-কর্মীরা ছাড়াও উপস্থিত থাকবেন জব কার্ড হোল্ডাররা। ১০০ দিনের কাজের টাকার দাবিতে কেন্দ্রের কাছে ৫০ লক্ষ চিঠি পাঠাবেন জব কার্ড হোল্ডাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের নামে এই ৫০ লক্ষ চিঠি লেখা হয়েছে। ইতিমধ্যেই সেই চিঠি দিল্লিতে পৌঁছে গিয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
শনিবার থেকেই তৃণমূল নেতারা দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। কেউ কেউ যাচ্ছেন ট্রেনে, তো কেউ কেউ ধরছেন দিল্লির বিমান। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা দিল্লির বিমান ধরেছেন। বিমান ধরতে যাওয়ার আগে তাঁর হুঙ্কার, “তৃণমূল কংগ্রেসকে কেউ আটকাতে পারবেন না।” অন্য দিকে শনিবার রাজধানী এক্সপ্রেস ধরছেন তৃণমূলের শীর্ষস্থানীয় বেশ কয়েক জন নেতা-নেত্রীরা। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি-সহ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি যাচ্ছেন ধর্না কর্মসূচিতে যোগ দিতে। এই ট্রেনেই রওনা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্যও।
রবিবারও তৃণমূলের একগুচ্ছ নেতা বিমানে করে উড়ে যাবেন দিল্লিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন দুপুর ২টোয় কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন। কলকাতার মেয়র তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা দুপুর ৩টেয় কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন।