ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকরা কত বেতন পাবেন? শাহের কাছে জানতে চাইলেন মুকুল

পার্শ্বশিক্ষদের অসন্তোষকে হাতিয়ার করে ভোটমুখী রাজ্যে আরও বেশি সক্রিয়ভাবে নামতে চাইছে বিজেপি। মুকুল রায়ের চিঠিতেই সেটা পরিষ্কার।

ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকরা কত বেতন পাবেন? শাহের কাছে জানতে চাইলেন মুকুল
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Feb 15, 2021 | 8:14 PM

কলকাতা: ৬০ দিনে পা দিয়েছে পার্শ্বশিক্ষকদের (Para Teachers) আন্দোলন। গত ১০ দিন ধরে আবার অনশন শুরু করেছেন আন্দোলনকারীদের একটি বড় অংশ। এই অবস্থায় পার্শ্বশিক্ষকদের এ হেন পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। রাজ্যের পার্শ্বশিক্ষদের সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে বাকি রাজ্যগুলির পার্শ্বশিক্ষকদের বেতনের সঙ্গে পশ্চিমবঙ্গের বেতন কাঠামোর বৈষম্যের অভিযোগ তিনি তুলেছেন। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে কী হারে বেতন দেওয়া সম্ভব সেটাও জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

মুকুল লিখেছেন, “পার্শ্বশিক্ষদের আবেদন রাজ্য সরকার শোনেনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এড়িয়ে গিয়েছেন।” অন্যান্য রাজ্যের পার্শ্বশিক্ষদের তুলনায় এ রাজ্যে বেতন কতটা কম সেই তথ্যও চিঠিতে তুলে ধরেছেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির অভিযোগ, দেশের অন্যান্য রাজ্যের মতো সম হারে বেতন পশ্চিমঙ্গ সরকার দিতে নারাজ। রাজ্যে মোট ৬৩ হাজার পার্শ্বশিক্ষক রয়েছেন। যারা সম হারে প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি ১.৫ লক্ষ চুক্তিভিত্তিক অশিক্ষক কর্মী, যাদের জীবিকার উপর রাজ্যের ৮ লক্ষ মানুষের জীবন নির্ভর করছে, তাদের ভবিষ্যতও অনিশ্চিত বলে নিজের চিঠিতে উল্লেখ করেছেন মুকুল।

প্রসঙ্গত, গত শনিবারই পার্শ্বশিক্ষকদের মঞ্চে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সেখানে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন। এর ৪৮ ঘণ্টার মাথায় চিঠি লিখে মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, “নির্বাচনের আগে পার্শ্বশিক্ষদের কল্যাণের স্বার্থে বিজেপির উচিত এই বিষয়টি নিয়ে আরও সরব হওয়া।” তিনি নিজেও এই আন্দোলন মঞ্চে যাবেন বলে লিখেছেন সেই চিঠিতে।

আরও পড়ুন: মইদুলের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাস মমতার, সঙ্গে তুললেন প্রশ্নও

তবে সেখানে যাওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি জানতে চেয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে কী হারে বেতন দিতে সক্ষম হবে। কেননা, পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে সেই বেতম কাঠামোর আশ্বাস তিনি দিতে চান। অন্যান্য বিষয়ের মতো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্শ্বশিক্ষদের ইস্যুর সমাধানও করতে পারবেন বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন: বিতর্ক এড়াতে সমাবর্তন অনুষ্ঠানে আগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বিশ্বভারতীর!