Murder in Kolkata: ভরসন্ধ্যায় কলকাতায় ‘খুন’, প্রিন্সেপ ঘাটে দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য

Murder in Kolkata: ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলে কীভাবে মৃত্যু সে বিষয়ে কিছুটা হলেও নিশ্চিত হতে পারবে পুলিশ। তবে যুবকের দেহে ধারল অস্ত্রের কোপের চিহ্ন দেখতে পেয়েছে পুলিশ।

Murder in Kolkata: ভরসন্ধ্যায় কলকাতায় ‘খুন’, প্রিন্সেপ ঘাটে দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 16, 2025 | 8:08 PM

কলকাতা: শহর কলকাতায় ভরসন্ধ্যায় খুন! প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। প্রথমে দেহটি দেখতে পায় রেল পুলিশ। পরে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য প্রিন্সেপ ঘাট সংলগ্ন এলাকায়। ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি। কিছু সময়ের মধ্যে জানা যায় দেহে আর প্রাণ নেই। মৃতের কাছ থেকে একটি ঘড়ি এবং একটি কাঁচি পাওয়া যায়। তবে আশপাশে কেউ ছিল না। প্ল্য়াটফর্মে পড়ে ছিল চাপ চাপ রক্ত। 

যদিও ওই ব্যক্তির কোনও নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে চলে গিয়েছে। তবে কারা এই কাজ করল তা নিয়ে এখনও কোনও সূত্র হাতে আসেনি পুলিশ। স্টেশনের চারপাশে যে সিসিটিভি রয়েছে তার ফুটেজ পরবর্তীতে খতিয়ে দেখা হবে। 

ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলে কীভাবে মৃত্যু সে বিষয়ে কিছুটা হলেও নিশ্চিত হতে পারবে পুলিশ। তবে যুবকের দেহে ধারল অস্ত্রের কোপের চিহ্ন দেখতে পেয়েছে পুলিশ। এক পুলিশ কর্মী বলছেন, আমরা খবর পেয়ে স্টেশনে আসি, এসে দেখি দেহটা এখানে পড়ে রয়েছে। কীভাবে এ ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।