Mysterious Death: যুবকের অস্বাভাবিক মৃত্যুতে তপ্ত মুকুন্দপুর, প্রগতি ময়দান থানার সামনে দেহে ফেলে বিক্ষোভ

Supriyo Guha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 13, 2024 | 7:44 AM

Mysterious Death: তদন্তে জানা যায়, গত ৯ জানুয়ারি পিসির বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিশ্বজিৎ। পিসির বাড়ি থেকে শীতলা পুজোর মেলাতে যান। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, মেলাতে এক যুবতীর সঙ্গে ঝগড়া হয় বিশ্বজিতের।

Mysterious Death: যুবকের অস্বাভাবিক মৃত্যুতে তপ্ত মুকুন্দপুর, প্রগতি ময়দান থানার সামনে দেহে ফেলে বিক্ষোভ
মুকুন্দপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নতুন বছরের শুরুতেই এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল শহরে। প্রগতি ময়দান থানার এলাকার বিশ্বজিৎ মণ্ডলের দেহ উদ্ধার হয়। পিটিয়ে মারার অভিযোগ তোলে পরিবার। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পরিবারের সদস্যরা বিশ্বজিতের দেহ প্রগতি ময়দান থানার সামনে রেখে বিক্ষোভ দেখান। শুক্রবার যখন ইডি তল্লাশির খবর নিয়ে ব্যস্ত শহর, তখন আরেক দিকে যুবক মৃত্যুতে উত্তাপ ছড়াল প্রগতি ময়দান থানা এলাকাতেও।

প্রসঙ্গত,, শুক্রবার সকালে ইএম বাইপাস সংলগ্ন চৌবাগা খালে এক যুবকের দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে। জানা যায়, বছর উনিশের ওই যুবকের নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি কলকাতার মুকুন্দপুরের বাসিন্দা।

এরপর পরিবারের সদস্যদের দেহ শণাক্ত করতে ডাকা হয়। তদন্তে জানা যায়, গত ৯ জানুয়ারি পিসির বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিশ্বজিৎ। পিসির বাড়ি থেকে শীতলা পুজোর মেলাতে যান। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, মেলাতে এক যুবতীর সঙ্গে ঝগড়া হয় বিশ্বজিতের। এরপর ওই যুবতীরই পরিচিত কয়েকজন যুবকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বিশ্বজিৎ। বিশ্বজিতের বন্ধুদের থেকেই সেকথা পরে জানতে পেরেছেন পরিবারের সদস্যরা। অভিযোগ, এরপর ওই যুবকরাই বিশ্বজিতকে মেলা প্রাঙ্গন থেকে তুলে নিয়ে যায় অন্যত্র। অভিযোগ, সেখানেই তাঁকে পিটিয়ে খুন করে দেহ খালে ফেলে দেওয়া হয়েছে।

পরিবারের দাবি, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই যুবতীর সঙ্গেও বিশ্বজিতের কী সম্পর্ক ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে, তা না হলে এলাকা ছেড়ে চম্পট দেবে তারা। এই দাবিতেই শুক্রবার বিকালে প্রগতি ময়দান থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে।

Next Article