Mysterious Death in Kolkata: পয়লা বৈশাখে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন পিকনিকে, রাত পেরতেই বাড়ির অদূরে উদ্ধার যুবকের দেহ!

Mysterious Death in Kolkata: কিন্তু কীভাবেই বা মৃত্যু হল তার? স্বাভাবিক নাকি নেপথ্যে রয়েছে কারওর হাত? পরিবারের অভিযোগ, টোটনকে খুন করা হয়েছে। সেই ভিত্তিতেই যাদবপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে মৃতের পরিবার।

Mysterious Death in Kolkata: পয়লা বৈশাখে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন পিকনিকে, রাত পেরতেই বাড়ির অদূরে উদ্ধার যুবকের দেহ!
মৃত যুবক টোটন আইচImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 17, 2025 | 11:29 AM

কলকাতা: শহর কলকাতায় ফের রহস্যমৃত্যু। বুধবার গড়িয়ার পাটুলি থানা এলাকায় রবীন্দ্রপল্লিতে উদ্ধার হয় এক যুবকের অচৈতন্য় দেহ। যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছে, তার ঠিক ঢিল ছোঁড়া দূরত্বেই ওই যুবকের বাড়ি। স্থানীয়দের উদ্যোগে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারপরেই এলাকায় ছড়ায় চাঞ্চল্য।

মৃতের নাম টোটন আইচ। ওই রবীন্দ্রপল্লির বাসিন্দা তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, পয়লা বৈশাখের দিনে অর্থাৎ মঙ্গলবার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু তারপর থেকে আর ঘর-মুখো হননি টোটন। এরপর বুধের সকালে বাড়ির অদূরেই একটি ফুটপাতে টোটনের অচৈতন্য দেহ উদ্ধার করেন স্থানীয়রা।

কিন্তু কীভাবেই বা মৃত্যু হল? স্বাভাবিক নাকি নেপথ্যে রয়েছে কারওর হাত? পরিবারের অভিযোগ, টোটনকে খুন করা হয়েছে। সেই ভিত্তিতেই যাদবপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে মৃতের পরিবার। অবশ্য, মৃতের বন্ধুরা নাকি তার পরিবারকে জানিয়েছে, পিকনিকের রাতেই তারা বাঘাযতীন বাজার এলাকার দিকে গিয়েছিল। সেখানেই অপর একটি গোষ্ঠীর সঙ্গে প্রথমে বচসা ও তারপর অশান্তি বাঁধে তাদের। তারপরই এই কাণ্ড। বুধের সকালেই রাস্তায় মিলল টোটনের দেহ।

এই মর্মে মৃতের এক আত্মীয় জানাচ্ছেন, ‘রাতের দিকে ঠিক কী হয়েছে, তা তো আমরা জানি না। কিন্তু সকালে যখন এখানে আসি, তখন দেখি টোটনের বন্ধুরা রয়েছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করলেও ওরা কিছু বলছে না। তখনই অন্য একজন ওদেরকে মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত ওই ঘটনাস্থলে দেখেছিল বলে অভিযোগ করেন। কিন্তু তারপরেও কিছু জানা যায়নি। গোটা ব্যাপারটাই এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে।’