AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha-Missile: ভরসন্ধ্য়ায় দিঘার আকাশে ‘রহস্যময়’ আলো! সাগরপাড়ে চাঞ্চল্য, জানা গেল আসল সত্যিটা

Light in Digha: বুধবার সন্ধ্যায় এই দৃশ্য দেখে চমকে যান অনেকে। তৈরি হয় কৌতূহল। পরে সামনে আসে আসল সত্যিটা।

Digha-Missile: ভরসন্ধ্য়ায় দিঘার আকাশে 'রহস্যময়' আলো! সাগরপাড়ে চাঞ্চল্য, জানা গেল আসল সত্যিটা
দিঘার আকাশে আলোর ঝলকানিImage Credit: TV9 Bangla
| Updated on: Aug 20, 2025 | 8:24 PM
Share

সায়ন্ত ভট্টাচার্য ও কনিষ্ক মাইতির রিপোর্ট

দিঘা: সন্ধ্যার আকাশে অদ্ভুত দৃশ্য। পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা, চমকে গেলেন সবাই। শব্দহীন আলোর রশ্মি দেখেই চাঞ্চল্য ছড়াল সৈকত শহরে। ঝাউ বনের উপর দিয়ে আকাশ চিরে দেখা গেল সেই আলোর ঝলকানি। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ আকাশের দিকে তাকিয়ে অনেকেই হতবাক হয়ে যান। বিশেষ কৌতুহল তৈরি হয় পর্যটকদের মধ্যে। কয়েক মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায় সেই আলো।

পরে অবশ্য সামনে আসে সত্যিটা। ইতিমধ্যেই জানা গিয়েছে এই আলোর উৎস। ২০ থেকে ২১ অগস্ট তারিখের মধ্যে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নোটাম জারি করা হয়েছিল। অর্থাৎ সব বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। কী হতে চলেছে, তা নিয়ে জল্পনা বাড়ে। শেষ পর্যন্ত জানা গেল, এটি আসলে ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি ৫’।

বুধবার বিকেলে পরীক্ষামূলকভাবে ‘অগ্নি ৫’ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারতীয় সেনা। ওড়িশার চাঁদিপুর থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে, আর সেটির আলোই দেখা গিয়েছে দিঘার আকাশে। ভারতীয় সেনার ‘স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড’-এর তত্ত্বাবধানে এই পরীক্ষা হয়েছে। সেনার তিন বাহিনীকে নিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ বাহিনী।

এটির রেঞ্জ ৫০০০ কিমি। এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। ভারত প্রয়োজনে পাকিস্তানে পর্যন্ত প্রত্যাঘাত করতে পারবে এই মিসাইল ব্যবহার করে। সম্পূর্ণ নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল। এই মিসাইল পরীক্ষার পর বিশ্বের সবথেকে শক্তিধর দেশগুলির তালিকায় এল ভারত। শুধু তাই নয়, নিজেদের স্ট্র্যাটেজিক ডিটারেন্স ক্যাপাবিলিটিও অনেকটা বাড়ল।