
কলকাতা: নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি। বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব করা হয়েছে। ১৭ অগস্ট অশোক দিন্দাকে নিউ মার্কেট থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নবান্ন অভিযানের দিন অশান্তির মাঝেই অশোক দিন্দা পুলিশের উদ্দেশে কটূক্তি করেছিলেন বলে অভিযোগ। পুলিশ গোটা বিষয়টি মাথায় রেখেছিল। এরপর এর ভিত্তিতে একটি মামলা দায়ের করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া ও কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে।
কেবল অশোক দিন্দা নন, আরও বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজিকর কাণ্ডের এক বছর পরও বিচার না মেলায় তিলোত্তমার বাবা-মা নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন। পতাকা ছাড়া ছিলেন বিজেপি নেতা কর্মী-বিধায়করাও। নবান্ন অভিযান ঘিরে পার্কস্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি, পরে পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সে সময়েই পুলিশের বিরুদ্ধে প্ররোচনা দেওয়া, হুমকি-সহ একাধিক অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক-সহ কয়েকজন নেতার বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে পুলিশ আগেই জানিয়েছিল।
এদিকে, নবান্ন অভিযানে বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন বলে খবর। প্রতিবাদে মঙ্গলবার পুলিশ পরিবারের মহিলা সদস্যরা সাংবাদিক বৈঠক করবে। তারপর মিছিল করে গান্ধীমূর্তির সামনে যাবেন।