
শ্রাবন্তী সাহা ও সুপ্রিয় গুহর রিপোর্ট
কলকাতা: আরজি কর কাণ্ডের এক বছর। তিলোত্তমা ধর্ষণ ও খুনের সুবিচার মেলেনি এখনও। বিচারের দাবিতেই আজ, ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তিলোত্তমার মা-বাবা। রাজ্যের সাধারণ মানুষ পা মেলাবেন নবান্ন অভিযানে। তৃণমূল কংগ্রেস বাদে বাকি রাজনৈতিক দলগুলিকেও আহ্বান জানানো হয়েছে। আর নবান্ন অভিযান আটকাতেই দিকে দিকে বজ্রআঁটুনি। কার্যত দুর্গে পরিণত হয়েছে নবান্ন।
বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, হাইড রোড, জওহরলাল নেহরু রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবোর্ন রোড এবং হাওড়া সেতু সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। মিছিল আটকাতে রাস্তায় বসানো হয়েছে উচু উচু ব্যারিকেড, আনা হয়েছে কন্টেনার। প্রতিটি রাস্তায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে। নজরদারিতে ওড়ানো হচ্ছে ড্রোনও।
ধাপে ধাপে ব্যারিকেড দেওয়া হয়েছে রাস্তায়। শুধু ব্যারিকেড নয়, রাস্তা খুঁড়ে লোহার রড বসানো থেকে শুরু করে কন্টেনার রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও। উপস্থিত রয়েছেন লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও। নবান্নের অভিমুখে এগিয়ে যাওয়া মিছিলকে আটকাবে গার্ডরেল ও ব্যারিকেড। একটার উপরে আরেকটা ব্যারিকেড দিয়ে দুইজন মানুষের উচ্চতা সমান ব্যারিকেড তৈরি করা হয়েছে।
রাণী রাসমণী অ্যাভিনিউতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে মহিলা পুলিশও। একটার পর একটা ব্যারিকেড বসানো হয়েছে রাস্তা জুড়ে, পুলিশি ভাষায় যাকে খাঁচা বলে। রাস্তার উপরে ব্যানার ঝোলানো হয়েছে ‘ডু নট ক্রস দিস লাইন’। এখান থেকে আর ওপারে যেতে দেওয়া হবে না। এখনও পর্যন্ত একটি রাস্তা সচল রয়েছে।
খিদিরপুর মোড়ে একদিকে রেস কোর্স, অন্যদিকে ফোর্ট উইলিয়াম। বিদ্যাসাগর সেতুতে ওঠার আগেই বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। তার উপরে লোহার ব্যারিকেড বসানো রয়েছে। রাস্তা খুঁড়ে লোহার রড বসানো হয়েছে। বেলা বাড়তেই এই ব্যারিকেড রাস্তার মাঝখানে টেনে আনা হবে। দ্বিতীয় পর্যায়ে রাস্তায় পরপর ৫টা কন্টেনার বসানো হয়েছে। নবান্ন অভিযান শুরু হওয়ার আগেই খিদিরপুর রোড বন্ধ করে দেওয়া হবে। কন্টেনারগুলির মাঝে একটি বিশেষ নীল রঙের কন্টেনার রয়েছে, যা কলকাতা পুলিশ বিশেষভাবে এনেছে। অ্যাম্বুল্য়ান্স বা বিশেষ কোনও ইমার্জেন্সিতে এই কন্টেনারের দরজা খুলে দেওয়া হবে। ভিতরে কাঠের পাটাতন দিয়ে গাড়ি এপার থেকে ওপারে যেতে পারবে।