Suvendu Adhikari: পুলিশের সঙ্গে লুকোচুরি, বাধা পেয়ে পার্ক স্ট্রিটেই অবস্থানে বসলেন শুভেন্দুরা

Nabanna Abhiyan: শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বকে যখন আটকাতে মরিয়া পুলিশ, সেই সময় পুলিশকে এড়াতে অন্য রুটে এগোতে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা। শেষে বাধা পেয়ে পার্ক স্ট্রিটেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। 

Suvendu Adhikari: পুলিশের সঙ্গে লুকোচুরি, বাধা পেয়ে পার্ক স্ট্রিটেই অবস্থানে বসলেন শুভেন্দুরা
অবস্থান বিক্ষোভে বসলেন শুভেন্দু অধিকারীরা।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 09, 2025 | 2:06 PM

কলকাতা: নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। শুভেন্দু অধিকারী পথে নামতেই বাধা পুলিশের। তিলোত্তমার মা-বাবাকে নিয়ে ডোরিনা ক্রসিংয়ে পৌঁছন শুভেন্দু অধিকারী। তবে প্রতি পদেই বাধা পান। একদিকে, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বকে যখন আটকাতে মরিয়া পুলিশ, সেই সময় পুলিশকে এড়াতে অন্য রুটে এগোতে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা। শেষে বাধা পেয়ে পার্ক স্ট্রিটেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন।

নবান্ন অভিযান আটকাতে ত্রি-স্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল। আন্দোলনকারীরা সেই ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টা করেন। শুভেন্দু অধিকারীও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। সংঘর্ষে আহত হন এক মহিলা।

কার্যত পুলিশের সঙ্গে লুকোচুরি শুরু হয়। পার্ক স্ট্রিটের মুখে পুলিশ আন্দোলনকারীদের পথ আটকে দেয়। আন্দোলনকারীরা গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করেন। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। আটক করা হয় একাধিক আন্দোলনকারীকে। পুলিশকে মারধর করতেও দেখা যায়।

আন্দোলনকারীরা যেমন গার্ডরেল বেয়ে উঠতে থাকে, তেমনই গার্ডরেল দিয়ে ধাক্কা মেরেই উচু ব্য়ারিকেড ভাঙার চেষ্টা করে।