‘শুভেন্দুজী, অচ্ছা কাম কার রহে হো’, দরাজ সার্টিফিকেট মোদীর
শোভন চট্টোপাধ্যায় কেমন আছেন সেই খোঁজও নেন মোদী। জিজ্ঞেস করেন, "শোভনবাবু, ক্যায়সে হো"। তখন পাশ থেকে দিলীপবাবু বলে ওঠেন, "শোভন দারুণ কাজ করছেন।
কলকাতা: আপাদমস্তক অরাজনৈতিক সফরেই এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে তিনি শহরে এসেছেন অথচ রাজনীতির কথা হবে না, তা কি হয়! নেতাজীর জন্মজয়ন্তীর অনুষ্ঠান সেরে বিজেপি (BJP) নেতাদের সঙ্গে হাই-টি (চা চক্র) অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। যেখানে বঙ্গ বিজেপির প্রায় সকল প্রথম সারির নেতারা নেতারা হাজির ছিলেন। তবে সবার মধ্যে আলাদা করে নজর ছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ওপর। বিজেপি সূত্রে খবর, এদিন চা-পান অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর কাজের ঢালাও প্রসংশা করেন নরেন্দ্র মোদী।
শুভেন্দু ছাড়াও হাই টি-তে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শোভন চট্টোপাধ্যায়রা। সেখানেই শুভেন্দুর মুখোমুখি হয়ে মোদী বলেন, “শুভেন্দুজী, অচ্ছা কাম কার রহে হো।” অর্থাৎ শুভেন্দু ভাল কাজ করছেন। বিজেপিতে সদ্য সক্রিয় হওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কেমন আছেন সেই খোঁজও নেন তিনি। জিজ্ঞেস করেন, “শোভনবাবু, ক্যায়সে হো”। বিজেপি সূত্রে খবর, তখন পাশ থেকে দিলীপবাবু বলে ওঠেন, “শোভন দারুণ কাজ করছেন।”
এ দিন হাই টি-তে গিয়ে বিভিন্ন টেবিলে টেবিলে ঘুরে মোদী কথা বলেন। বঙ্গ বিজেপি নেতাদের কাছে তাঁদের কুশল জানতে চান। যদিও হাই টি-র আগেই ভিক্টোরিয়া চত্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায় শুভেন্দুর। সেখানে ছুটে গিয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। এরপরই শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট দেন খোদ নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: পদ্মাসনে বসে প্রথম নমো দর্শন, ছুটে গিয়ে মোদীকে প্রণাম শুভেন্দুর
প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির তোপ দেগে চলেছেন শুভেন্দু অধিকারী। যে সময় বিজেপি নেতাদের আক্রমণের অভিমুখ মমতার থেকে ঘুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে গিয়েছিল, তখন ময়দানে নেমে পাল্টা প্রাক্তন দলনেত্রীকে সরাসারি চ্যালেঞ্জ করেছেন তিনি। এমনকি তাঁকে নন্দীগ্রামের আসনে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জও নিয়েছেন। ফলে বিজেপির ‘অমূল্য রতন’ যে এখন অধিকারী-পুত্রই, তা নিয়ে কোনও সংশয় নেই রাজনৈতিক মহলে। মোদীর প্রশংসা তাতে আরও সিলমোহর দিয়ে দিল বলা চলে।
আরও পড়ুন: আমন্ত্রণ করে মঞ্চে ‘বেইজ্জত’! মোদীর সামনেই মাইক ছাড়লেন মমতা