Modi on Khaleda Jia: ১০ বছর আগের স্মৃতিচারণ মোদীর, কী আছে তারেককে লেখা চিঠিতে

Tarique Rahman: আগামিদিনে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি এগিয়ে যাবে, সেই বার্তাই রয়েছে প্রধানমন্ত্রীর চিঠিতে। মোদী লিখেছেন, "আপনার নেতৃত্বে ঐতিহাসিক ভারত-বাংলাদেশ সম্পর্কও যে অটুট থাকবে ও এক নতুন দিক খুলে যাবে।"

Modi on Khaleda Jia: ১০ বছর আগের স্মৃতিচারণ মোদীর, কী আছে তারেককে লেখা চিঠিতে
Image Credit source: TV9 Bangla

Dec 31, 2025 | 11:34 PM

নয়া দিল্লি: খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর হাত দিয়েই জিয়া-পুত্র তারেক রহমানকে একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই চিঠিতেই উঠে এসেছে ১০ বছর আগের কথা। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন মোদী। বাংলাদেশে বেগমের অবদানের কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। সেই সঙ্গে তারেকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

চিঠির শুরুতেই খালেদা জিয়ার মৃত্যুর জন্য শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, ২০১৫ সালে ঢাকায় জিয়ার সঙ্গে দেখা করেছিলেন তিনি। ‘বেগম সাহিবা’র সঙ্গে সেই আলোচনার স্মৃতিচারণ করেছেন মোদী। সেই সঙ্গে উল্লেখ করেছেন, বাংলাদেশের উন্নয়নে ও ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতিতে অনেক অবদান ছিল খালেদার।

তবে আগামিদিনে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি এগিয়ে যাবে, সেই বার্তাই রয়েছে প্রধানমন্ত্রীর চিঠিতে। মোদী লিখেছেন, “আপনার নেতৃত্বে ঐতিহাসিক ভারত-বাংলাদেশ সম্পর্কও যে অটুট থাকবে ও এক নতুন দিক খুলে যাবে।”

ভারত ও বাংলাদেশের সম্পর্কের ইতিহাস নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই মুহূর্তে বাংলাদেশের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ভারতেই। কিন্তু হাসিনার দল আওয়ামি লিগ যদি বাংলাদেশের ভোটে লড়তে না পারে, তাহলে আগামিদিনে ক্ষমতা বিএনপি-র হাতে যাওয়ারই প্রবল সম্ভাবনা। আর সেটা হলে তারেকই যে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, তা বলার অপেক্ষা রাখেনা। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।