Murshidabad unrest: মুর্শিদাবাদ হিংসায় এবার আসরে জাতীয় মানবাধিকার কমিশন, কড়া পদক্ষেপের বার্তা
Murshidabad unrest: মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে একটি অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই তদন্তকারী টিম পাঠানো সিদ্ধান্ত নিয়েছে তারা। জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, "ঘটনার গুরুত্ব বিচার করে মুর্শিদাবাদে টিম পাঠাতে NHRC-র ডিরেক্টর জেনারেল(তদন্ত)-কে নির্দেশ দেওয়া হয়।"

নয়াদিল্লি ও কলকাতা: ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে হিংসা। গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকা। সামসেরগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এবার আসরে নামল জাতী মানবাধিকার কমিশন(NHRC)। মঙ্গলবার তারা জানাল, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুর্শিদাবাদে টিম পাঠাচ্ছে তারা।
ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ান-সহ একাধিক এলাকা উত্তপ্ত হয়। মৃত্যু হয়েছে তিন জনের। তার মধ্যে ২ জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিএসএফ। আর কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে আধাসেনা। রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, বর্তমানে মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নতুন করে গোলমালের খবর নেই। এখনও পর্যন্ত ২২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে একটি অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই তদন্তকারী টিম পাঠানো সিদ্ধান্ত নিয়েছে তারা। জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, “ঘটনার গুরুত্ব বিচার করে মুর্শিদাবাদে টিম পাঠাতে NHRC-র ডিরেক্টর জেনারেল(তদন্ত)-কে নির্দেশ দেওয়া হয়। সেই টিম মুর্শিদাবাদে পৌঁছে ঘটনার সরেজমিনে তদন্ত করবে।”
এই খবরটিও পড়ুন




তদন্ত রিপোর্ট তিন সপ্তাহের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনে জমা দেবে ওই টিম। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে NHRC-র তরফে জানানো হয়েছে। কবে ওই টিম মুর্শিদাবাদে আসছে, সেই তারিখ জানানো হয়নি। তবে খুব শীঘ্রই তারা আসতে পারে বলে সূত্রের খবর।





