Nawsad Siddiqui: ‘যদি রাখে, থেকে যাব’, কম্বল হাতে গড়ফা থানায় ঢুকলেন নওশাদ

Garfa: গড়ফা থানায় কিছুদিন আগেই নওশাদ সিদ্দিকীর গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিধায়কের গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা মারে বলে অভিযোগ ওঠে। এরপরই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গড়ফা থানায় ডেকে পাঠানো হয়। বলা হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে থানায়।

Nawsad Siddiqui: 'যদি রাখে, থেকে যাব', কম্বল হাতে গড়ফা থানায় ঢুকলেন নওশাদ
কম্বল হাতে থানায় নওশাদ সিদ্দিকী। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 8:51 PM

কলকাতা: সবুজ ব্যাগে ভরা কম্বল। সেই কম্বল নিয়েই রবিবার রাতে গড়ফা থানায় হাজির হলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশ নোটিস দিয়ে ডেকে পাঠিয়েছিল তাঁকে। কিন্তু হাতে কম্বল কেন? নওশাদের বক্তব্য, “জয়নগরের ক্ষেত্রে নিষ্ক্রিয়। বিরোধীরা যখন জয়নগরে সক্রিয় হচ্ছে, তখন নোটিস দিয়ে ডাকা হচ্ছে। কম্বল নিয়ে এসেছি। বিশ্বাস তো নেই এদের। ঠান্ডার মরসুম। ঠান্ডাতে আমি একটু দুর্বল। যদি রাখে থেকে যাব। কম্বল সঙ্গে করে নিয়ে এসেছি একদম।”

গড়ফা থানায় কিছুদিন আগেই নওশাদ সিদ্দিকীর গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিধায়কের গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা মারে বলে অভিযোগ ওঠে। এরপরই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গড়ফা থানায় ডেকে পাঠানো হয়। বলা হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে থানায়।

যদিও নওশাদ পাল্টা ইমেল করেন গড়ফা থানায়। জানিয়ে দেন, ৭২ ঘণ্টার মধ্যে তিনি থানায় যেতে পারবেন না। আগাম কর্মসূচি ঠিক করে রাখায় সম্ভব নয় বলে জানিয়েছিলেন নওশাদ। তবে একইসঙ্গে তিনি বলেছিলেন, তিনি উপস্থিত হবেন। সেইমতোই রবিবার সন্ধ্যায় গড়ফা থানায় যান। তবে এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন নওশাদ। দাবি করেন, সিসিটিভি দেখলে গোটা ঘটনাই স্পষ্ট হয়ে যাবে।