New Alipore: রাতের বেলাই যত কাণ্ড! নিউ আলিপুরে সবার চোখের অলক্ষ্যে ঘটল বিরাট ঘটনা

New Alipore: ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সংলগ্ন এলাকায়। সেখানে একের পর এক লরি কোনও রকম প্ররোচনা ছাড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে।

New Alipore: রাতের বেলাই যত কাণ্ড! নিউ আলিপুরে সবার চোখের অলক্ষ্যে ঘটল বিরাট ঘটনা
কী কাণ্ড সাত সকালেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 09, 2025 | 1:44 PM

নিউ আলিপুর: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে একের পর এক লরি। দীর্ঘদিন ধরেই লরিগুলি এ ভাবেই দাঁড় করিয়ে রাখতে অভ্যস্থ লরির মালিকরা। কিন্তু বুধবার দেখা গেল অন্য চিত্র। দাঁড় করানো লরিকে ভেঙে দেওয়া হয়েছে। এবং সেই অভিযোগ উঠল খোদ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সংলগ্ন এলাকায়। সেখানে একের পর এক লরি কোনও রকম প্ররোচনা ছাড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? সেই উত্তর এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। কেন এমন ঘটনা ঘটল জানেনই না লরির মালিকরা।

মালিকদের দাবি, দীর্ঘ চল্লিশ বছর ধরে ওই এলাকায় তাদের একাধিক লরি দাঁড় করানো অবস্থায় রয়েছে। কোনও রকম অসুবিধা থাকলে তাদের আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে সেখান থেকে তারা সরিয়ে দিত লরিগুলি। কিন্তু ভাঙার প্রয়োজন হল কেন? এই প্রশ্ন তুলে এবার নিউ আলিপুর থানার দ্বারস্থ হয়। যদিও পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।