Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Corona Update: বাংলায় একদিনের সংক্রমণ কমলেও মৃত্যু বাড়ছে! কমছে না পজিটিভিটি রেটও

Corona in Bengal: উল্লেখযোগ্য ভাবে সুস্থতার সংখ্যাও গত ২৪ ঘণ্টায় কমেছে। রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৭৭৪ জন। সোমবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৫৭-এ।

Corona Update: বাংলায় একদিনের সংক্রমণ কমলেও মৃত্যু বাড়ছে! কমছে না পজিটিভিটি রেটও
উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 9:31 PM

কলকাতা: একদিনের সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক মৃত্যু ও পজিটিভিটি রেট কিন্তু উদ্বেগেই রাখছে। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। পজিটিভিটি রেট ২.৫১ শতাংশ।

উল্লেখযোগ্য ভাবে সুস্থতার সংখ্যাও গত ২৪ ঘণ্টায় কমেছে। রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৭৭৪ জন। সোমবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৫৭-এ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১৬টি। রবিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে মৃত্যু হয় ১১ জনের। পজিটিভিটি রেট ছিল ২.৪০ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছিল ৩০ হাজার ১২৪টি।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-৩।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১০ জন। মৃত্যু: রবিবার-৪, সোমবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ২০৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৮ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-৩।

আরও পড়ুন: Oath Taking Ceremony: আবার শপথ পাঠ নিয়ে জটিলতা! অধ্যক্ষ নন, উপাধ্যক্ষকে এবার দায়িত্ব দিলেন রাজ্যপাল