AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assembly: সংসদ-হানার জের, বিধানসভায় এবার নতুন নিয়ম…

Assembly: বুধবার সংসদে অধিবেশন চলছিল। সেই সময় আচমকাই কয়েকজন ঢুকে পড়েন সংসদকক্ষে। হাতে স্মোক-ক্যান। এরপরই সংসদকক্ষ হলুদ ধোঁয়ায় ভরে যায়। এই ঘটনা ঘিরে তোলপাড় চলছে। এরইমধ্যে রাজ্য বিধানসভার নিরাপত্তা নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিশেষ বৈঠক হয় নওশাদ আলি কক্ষে। এরপরই অধ্যক্ষ জানান, ভিজিটার্স পাস ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

| Edited By: | Updated on: Dec 14, 2023 | 6:19 PM
Share

কলকাতা: সংসদে স্মোক বম্ব নিয়ে হানার ঘটনার পর এবার রাজ্য বিধানসভায় বাড়ল কড়াকড়ি। বিধানসভায় ভিজিটরদের জন্য ইস্যু করা পাসের মেয়াদ করা হল ২ ঘণ্টা। সংসদে হলুদ গ্যাস নিয়ে হানার পর নয়া বিধি আনা হয়েছে বিধানসভায়। সদস্য, সাংবাদিক বা কর্মীদের সকলকেই গেটে আইকার্ড দেখিয়ে ঢুকতে হবে। কোনও অতিথি এলে কিংবা বিধানসভার সদস্যদের সঙ্গে কোনও গেস্ট এলে তাঁদের ছবি উঠবে ওয়েব ক্যামেরায়।

সেই ওয়েব ক্যামেরা বসছে পশ্চিমবঙ্গ বিধানসভার সাউথ গেট ও ওয়েস্ট গেটে। সশস্ত্র কোনও নিরাপত্তারক্ষী বিধানসভার মূল ভবনে প্রবেশ করতে পারবেন না। বিধানসভার লবিতে বিধায়ক, মন্ত্রীদের নিরাপত্তা রক্ষীরাও ঘোরাঘুরি করতে পারবেন না। যদি তাঁদের ঢুকতে হয়, তাহলে সঙ্গে থাকা অস্ত্র জমা রেখে বিধানসভায় ঢুকতে হবে।

বুধবার সংসদে অধিবেশন চলছিল। সেই সময় আচমকাই কয়েকজন ঢুকে পড়েন সংসদকক্ষে। হাতে স্মোক-ক্যান। এরপরই সংসদকক্ষ হলুদ ধোঁয়ায় ভরে যায়। এই ঘটনা ঘিরে তোলপাড় চলছে।

এরইমধ্যে রাজ্য বিধানসভার নিরাপত্তা নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিশেষ বৈঠক হয় নওশাদ আলি কক্ষে। এরপরই অধ্যক্ষ জানান, ভিজিটার্স পাস ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ২ ঘণ্টার বেশি কোনও ভিজিটর্সকে বিধানসভায় থাকতে দেওয়া হবে না। যদিও এ নিয়ে সরব বিজেপি। তাদের দাবি, এসব সাময়িক ব্যাপার। বিধানসভায় পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নেই বলেও দাবি তাদের।