
কলকাতা: লিভ ইন পার্টনারের সম্মান বাঁচাতে গিয়ে খুন যুবক। শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক যুবককে বাঁশ পেটা করে খুন করা হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউটাউনের গৌরাঙ্গনগরে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সঙ্কেত চট্টোপাধ্যায়। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস-এ ভর্তি করা হয়। বৃহস্পতিবার মৃত্য়ু হয় তাঁর।
মৃত যুবকের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, বছর দেড়েক ধরে সঙ্কেত তাঁর বান্ধবীর সঙ্গে গৌরাঙ্গনগরের একটি ফ্ল্যাটে থাকতেন। বুধবার রাতে দুজনের মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি, অশান্তির পরিস্থিতি তৈরি হয়। গভীর রাতে সঙ্কেতের লিভ ইন পার্টনার ফ্ল্যাট থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। সে সময়ে কয়েকজন যুবক ওই যুবতীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ। তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে ফ্ল্যাট থেকে নেমে আসেন সঙ্কেত। বান্ধবীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় অভিযুক্তরা চড়াও হয়। বাঁশ দিয়ে রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে ভর্তি করেন। সকালে মৃত্যু হয় সঙ্কেতের।
সঙ্কেতের বোন বলেন, “মেয়েটিই আমার দাদাকে ফোন করে ডেকে আনে। আমার দাদা আসে, তারপর ওকে বাঁচাতে গিয়ে নিজেই ছেলেগুলোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। বাঁশ দিয়ে পেটায়।”