ইউনূসের হাতে ক্ষমতা যেতেই জেগে উঠছে বাংলাদেশি নিষিদ্ধ ইসলামিক সংগঠন? রাজীব কুমারের সঙ্গে বৈঠক NIA ডিজির

Bangladesh Unrest: সূত্রের খবর, বৈঠকে উঠে এসেছে সাম্প্রতিক বাংলাদেশে অস্থিরতার জেরে এই রাজ্যে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়। সেই সঙ্গে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর, ওপার বাংলা থেকে বিভিন্ন নিষিদ্ধ ইসলামিক জঙ্গি গোষ্ঠী কতটা সক্রিয়তা দেখাচ্ছে এই রাজ্যে সেই বিষয়ও উঠে এসেছে বৈঠকে।

ইউনূসের হাতে ক্ষমতা যেতেই জেগে উঠছে বাংলাদেশি নিষিদ্ধ ইসলামিক সংগঠন? রাজীব কুমারের সঙ্গে বৈঠক NIA ডিজির
বাংলাদেশে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ইসলামিক সংগঠন।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 06, 2024 | 11:39 AM

কলকাতা: উত্তাল বাংলাদেশ। ওপার বাংলার অস্থিরতার আবহেই এনআইএ (NIA) ডিজি সদানন্দ দাতের বৈঠক  রাজ্যের ডিজি রাজীব কুমারের সঙ্গে। জানা গিয়েছে, সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতিতে একট আশঙ্কা তৈরি হয়েছে, ৫ অগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন নিষিদ্ধ ইসলামিক সংগঠন, যাদের ভারতে একাধিক শাখা রয়েছে, যেমন জামাত-উল মুজাহিদ্দিন, আল কায়েদা বাংলাদেশের শাখা সংগঠন, একাধিক স্লিপার সেল ফের সক্রিয় হয়ে ওঠার খবর রয়েছে এনআইএ-র কাছে। সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে দুই শীর্ষকর্তার মধ্যে। বৈঠকে উঠে এসেছে অনুপ্রবেশ ইস্যুও।

এনআইএ (NIA)-র ডিজি পদে দায়িত্ব নেওয়ার পর প্রথম এই রাজ্যে এসেছেন সদানন্দ দাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের পাশাপাশি তিনি বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও। সূত্রের খবর, বৈঠকে উঠে এসেছে সাম্প্রতিক বাংলাদেশে অস্থিরতার জেরে এই রাজ্যে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়। সেই সঙ্গে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর, ওপার বাংলা থেকে বিভিন্ন নিষিদ্ধ ইসলামিক জঙ্গি গোষ্ঠী কতটা সক্রিয়তা দেখাচ্ছে এই রাজ্যে সেই বিষয়ও উঠে এসেছে বৈঠকে।

সূত্রের খবর, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লা বাংলা টিম এবং হিজবুত তাহরীরের মত বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠনের একাধিক শীর্ষ নেতা সম্প্রতি মুক্ত হয়েছে জেল থেকে।  জামাতুল মুজাহিদিন , কয়দাতুল জিহাদ ( আল কায়দা বাংলাদেশ) সংগঠনের স্লিপার সেল দীর্ঘদিন ধরেই সক্রিয় এই রাজ্যে।
বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনের পর থেকে সীমান্ত পার থেকে নতুন করে অক্সিজেন পাচ্ছে এই সংগঠনগুলি।

সেই আশঙ্কার বিষয় এবং কোন পথে এই বিপদ মোকাবিলা করা যায়, সেই নিয়ে কথা হয় দুই শীর্ষ পুলিশ কর্তার মধ্যে। রাজ্য-কেন্দ্রের মধ্যে তথ্য আদানপ্রদানের উপরে জোর দেওয়া হয়।

এনআইএ (NIA)-র ডিজি এর আগে সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গেও কথা বলেন। সব মিলিয়ে কেন্দ্র- রাজ্য গোয়েন্দা তথ্য আদান প্রদানের ওপর জোর দেওয়া হয়েছে বৈঠকে।