NIA: বিতান ও সমীরের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দারা, কেন?

Kashmir pahalgam terror attack: শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বেহালায় সমীর গুহর বাড়িতে পৌঁছয় এনআইএ (NIA) আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারি ছিলেন তিনি। এ দিন বাড়িতে পৌঁছে সমীরবাবুর পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।

NIA: বিতান ও সমীরের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দারা, কেন?
NIA আধিকারিকরা পৌঁছলেনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 26, 2025 | 2:52 PM

কলকাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত ছাব্বিশ জন পর্যটকের মধ্যে ছিলেন বাংলার তিনজন। তাঁর মধ্যে দু’জন আবার কলকাতার। শনিবার সেই বিতান অধিকারী ও সমীর গুহর বাড়িতে পৌঁছল এনআইএ (NIA)-র টিম। তাঁরা গিয়ে গোটা বিষয়টি শুনবে। তদন্ত করবে বলেও জানা যাচ্ছে।

শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বেহালায় সমীর গুহর বাড়িতে পৌঁছয় এনআইএ (NIA) আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারি ছিলেন তিনি। এ দিন বাড়িতে পৌঁছে সমীরবাবুর পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এরপর তাঁরা সেখান থেকে বেরিয়ে পাটুলিতে অবস্থিত বিতান অধিকারীর বাড়িতেও পৌঁছবেন। সূত্রের খবর, তবে শুধু বিতান বা সমীরের বাড়ি নয় পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্রের বাড়িতেও গোয়েন্দারা পৌঁছবেন বলেও জানা যাচ্ছে।

উল্লেখ্য, পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় এনআইএ টিম জম্মু-কাশ্মীরের পুলিশকে সাহায্য করছে। গোটা দেশজুড়ে কেন্দ্রীয় এজেন্সির দল যে-যে পর্যটকদের মৃত্যু হয়েছে তাঁদের বাড়িতে পৌঁছেছে। শুক্রবার কেন্দ্রীয় এজেন্সির টিমের দু’জন আধিকারিক পুণের বাসিন্দা সন্তোষ জগদলের বাড়িতে যান। কথা বলেন সন্তোষবাবুর স্ত্রী ও মেয়ে আশাভরীর সঙ্গে। বস্তুত, গত ২২ এপ্রিল দুপুর দেড়টা নাগাদ কাশ্মীরের পহেলগাঁওতে হামলা চালায় জঙ্গিরা। বেছে-বেছে হিন্দু পর্যটকদের গুলি করে তারা। পাক-মদতপুষ্ট এই সকল জঙ্গিরা হিন্দু পর্যটকদের খুনের পর সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা-রাশিয়ার মতো বড় বড় দেশগুলি। তবে এই ঘটনার যে যোগ্য জবাব ভারত দেবে, সেই বিষয়টিও স্পষ্ট বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।