কলকাতা: বিকালে এসেছিল কোভিড পজেটিভ রিপোর্ট। রাতেই শহরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হল এক বৃদ্ধের। তাঁর বয়স সত্তরের কাছাকাছি। তিনি একবালপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা যাচ্ছে। আজই তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ছিল কো-মর্বিডিটিও। হৃদরোগ-সহ অন্য অসুখও ছিল বলে খবর। কোভিড (Covid) টেস্ট করা হলে দেখা যায় বৃদ্ধ পজিটিভ। তিনি কলকাতারই (Kolkata) বাসিন্দা। সূত্রের খবর, এদিন বিকাল পাঁচটার সময় তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। রাত সাড়ে ১০টা নাগাদ মারা যান।
আরও জানা যাচ্ছে, হৃদরোগ-সহ অন্য বয়সজনিত অসুখ ছিল বৃদ্ধের। সে কারণেই তাঁকে একবালপুরের বেসরকারি হাসপাতালে আনা হয়। সেপ্টিক শকে ছিলেন বৃদ্ধ। যদিও এ ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ বাড়তে শুরু করেছে স্বাস্থ্য মহলে। উদ্বেগ বাড়ছে নাগরিক মহলেও। প্রসঙ্গত, কোভিডের নয়া সাব ভ্যারিয়েন্ট জেএন.১ এর হাত ধরে করোনার নতুন ঢেউয়ের আগমন নিয়েও তৈরি হয়েছিল আশঙ্কা। দেশে বর্তমানে নতুন করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তাতেই বর্ষশেষে উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে গোটা দেশে। সতর্ক রয়েছে কেন্দ্রীয় সরকারও।
তবে স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এখনও পর্যন্ত বাংলায় পা রাখতে পারেনি জেএন.১। সূত্রের খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিকসে ৩০টি নমুনা পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। এর মধ্যে সাতজনের নমুনা একদমই সাম্প্রতিককালের। অর্থাৎ, নভেম্বর-ডিসেম্বরের। কিন্তু, সেগুলি বিশ্লেষণের পর দেখা যায় কোনটিতেই জেএন.১ এর ছাপ নেই। তাতেই স্বস্তির নিশ্বাস পড়েছিল স্বাস্থ্য ভবনের অন্দরে। এবার নতুন করে মৃত্যুর খবর সামনে আসতেই ফের বাড়ছে চিন্তা।