কলকাতা: নিপা আতঙ্ক জাঁকিয়ে বসেছে গোটা কেরলে (Nipah Virus in Kerala)। চিন্তায় ঘুম উড়ছে প্রশাসনের। এবার তারই ছাপ বাংলায়। নিপা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি এক। অসুস্থ রোগী কেরলের পরিযায়ী শ্রমিক বলে খবর। মঙ্গলবার বিকালে ভর্তি হন বছর ছাব্বিশের ওই যুবক। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। কেরলের এর্নাকুলামে কাজে গিয়েছিলেন যুবক। সেখান থেকে সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে বর্তমানে যুবকের অবস্থা স্থিতিশীল। তবে তিনি নিপারই কবলে পড়েছেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। নিপা কিনা নিশ্চিত হতে নাইসেডে হতে পারে নমুনা পরীক্ষা। খবর স্বাস্থ্যভবন সূত্রে।
প্রসঙ্গত, বছর তিনেক আগেই গোটা বিশ্বে জাঁকিয়ে বসেছিল করোনা ভয়। দফায় দফায় নিজের ভোল বদলে শক্তি বাড়িয়ে নতুন ঢেউ নিয়ে আছড়ে পড়েছিল কোভিড-১৯। হাজার হাজার মানুষের মৃত্যু হয়। লাখ লাখ মানুষ কোভিডের কবলে পড়ে আজও ভুগছেন নানা অসুখে। কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন কোভিডের থেকেও ৪০ গুণ বেশি প্রাণঘাতী এই নিপা ভাইরাস। তাতেই বাড়ছে আরও ভয়।
শুধু নিপা নয়, বিগত কয়েক মাস ধরে কলকাতা হোক বা অন্য জেলা, সর্বত্রই জাঁকিয়ে বসেছে ডেঙ্গি আতঙ্ক। হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। হয়েছে মৃত্যুও। সঙ্গে দাপট বাড়িয়েছে ম্যালেরিয়াও। এরইমধ্যে মশাবাহিত রোগ দমনে কলকাতা পুরনিগমের স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিলও হয়ে গিয়েছে। এরইমধ্যে এবার পুজোর মুখে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে নিপা।