
কলকাতা: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ন্যাশানাল মেডিক্যাল কমিশনের (NMC)-র। সিবিআইয়ের হাতে চিকিৎসক গ্রেফতারের পর কড়া NMC। নিয়মানুযায়ী কাজ না করলে অনুমোদন বাতিল হবে, শুধু তাই নয়, আর্থিক জরিমানাও করারও হুঁশিয়ারি কমিশনের।
বস্তুত, কর্নাটকের একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে বেআইনিভাবে দশ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে ছাড়পত্র দেওয়ার অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন বাংলার এক চিকিৎসক। অভিযুক্ত তপন কুমার জানা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান। এনএমসি’র মূল্যায়ণকারী ছিলেন ধৃত চিকিৎসক। তাঁর বাড়ি বর্ধমানে। এই ঘটনার তদন্তে নেমে বর্ধমান, কলকাতা, কর্নাটকে তল্লাশি চালিয়ে আরও ৪৪ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এই ঘটনার পরই ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিজ্ঞপ্তি জারি করে। দেশের সবকটি মেডিক্যাল কলেজকে কড়া বার্তা দিয়ে বলা হয়, নিয়ম মেনে কাজ না করলেই অনুমোদন বাতিল হবে। শুধু তাই নয়, নিয়ম লঙ্ঘন করলে আর্থিক জরিমানাসহ অনুমোদিত আসন, তার পাশাপাশি আসন বৃদ্ধির আবেদনও খারিজ করা হবে। উল্লেখ্য, বারেবারে অভিযোগ ওঠে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে মেডিক্যাল কলেজ। অথচ সেগুলিতে ডাক্তারি পড়াশোনার ন্যূনতম পরিকাঠামোও নেই। পরিকাঠামোহীন কলেজকে টাকার বিনিময়ে অনুমোদন, এনআরআই কোটায় কলেজগুলির ছাত্র ভর্তি নিয়ে অভিযোগের মধ্যে NMC-র এই বার্তা তাৎপর্যপূর্ণ।