Weather Update: কোথায় ঠান্ডা? হাওয়া অফিস বলছে ৭৩ বছরের উষ্ণতম অক্টোবরের সাক্ষী রাজধানী

Kaamalesh Chowdhury | Edited By: জয়দীপ দাস

Oct 31, 2024 | 10:12 PM

Weather Update: এদিন দিনভর দক্ষিণবঙ্গের পাশাপাশি কিছু জেলায় হালকা বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে শনিবার জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশই থাকছে।

Weather Update: কোথায় ঠান্ডা? হাওয়া অফিস বলছে ৭৩ বছরের উষ্ণতম অক্টোবরের সাক্ষী রাজধানী
কী বলছে আবহাওয়া দফতর?
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: অক্টোবর শেষ। কিন্তু, ঠান্ডার লেশমাত্র নেই দিল্লিতে। হাওয়া অফিসের তথ্য বলছে, ৭৩ বছরের উষ্ণতম অক্টোবর দিল্লিতে। এবার অক্টোবরে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রার গড় ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। এবার অক্টোবরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার গড় ২১.২ ডিগ্রি সেলসিয়াস। দুই তাপমাত্রার নিরিখেই ১৯৫১ সালের পর উষ্ণতম অক্টোবর রাজধানীতে। এদিকে কয়েকদিন আগে দানার দাপটে দেখেছে বাংলা। তুমুল বৃষ্টি হয়েছে কলকাতায়। তারপর থেকে পারা বেশ কিছুটা নিম্নমুখী। তবে ওঠা-নামা চলছেই। 

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে বুধবার আবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৬৩ থেকে ৯৪ শতাংশের আশপাশে। বৃষ্টি হলেও তা খুবই সামান্য। ১.২ মিলিমিটার। 

এদিন দিনভর দক্ষিণবঙ্গের পাশাপাশি কিছু জেলায় হালকা বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে শনিবার জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশই থাকছে। হাওয়া অফিস বলছে, বৃষ্টির দাপট কমার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। কমে যাবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অনেক কমে যাবে। ১ নভেম্বর থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ধীরে ধীরে বাতাস শুষ্ক হতে থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে থাকবে। 

Next Article