
কলকাতা: নিজের বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়তে পারে ৬৩ হাজার ৭৩০ জনের নাম। কমিশন সূত্রে তেমনটাই খবর। তবুও আত্মবিশ্বাসী উত্তর কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রের একটি বিশেষ অনুষ্ঠান সেরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হুঁশিয়ারি দেন, বিজেপিতে কেউ জন্মাননি যে তাঁকে হারাতে পারবেন। ফিরহাদ বলেন, “নাম বাদ দিয়ে ওরা আমাকে হারাতে পারবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে, বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও।”
এসআইআর পর্বের শুরুতে এই পোর্ট এালাকা থেকেই বিএলও-দের একাংশের তরফে অভিযোগ উঠতে শুরু করেছিল, সেখানে অনেক মৃত ভোটারদের নাম জোর করে তালিকায় তোলানোর চেষ্টা চলছে। সেখানে বিএলও-দের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। তাঁরা নিরাপত্তার দাবি করেছিলেন। সেই পরিস্থিতিতে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরই কমিশন সূত্রে দেখা যায়, কলকাতার ২ টি বিধানসভায় প্রতি ৩ জন ভোটারের মধ্যে ১ জনের নাম বাদ যাচ্ছে। এই দুই বিধানসভা হল চৌরঙ্গি ও জোড়াসাঁকো। এছাড়া, শহরের ৯ টি বিধানসভায় প্রতি ৫ জনের মধ্যে ১ জনের নাম বাদ যেতে চলেছে। যা পর্যবেক্ষকদের মতে, শাসকদলের কাছে মোটেও স্বস্তিদায়ক নয়।
এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আত্মবিশ্বাসী ফিরহাদ। তিনি বলেন, “কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে, বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও।” যদিও এর পাল্টা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, সংখ্যালঘুদের মধ্যেই কেউ তাঁকে হারাবেন।