TMC in Delhi: পাওয়া যায়নি বিশেষ ট্রেন, ৫০টি ভলভো বাসেই দিল্লি যেতে পারেন তৃণমূল কর্মীরা: সূত্র

TMC in Delhi: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে সাফ লিখেছেন, তাঁরা দিল্লি যাবেন। কোনওভাবেই তাঁদের আটকানো যাবে না। এদিকে দিল্লি যাওয়ার জন্য ইতিমধ্যে জেলা থেকে বহু মানুষ আসতে শুরু করেছেন কলকাতায়। ভিড় বাড়ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

TMC in Delhi: পাওয়া যায়নি বিশেষ ট্রেন, ৫০টি ভলভো বাসেই দিল্লি যেতে পারেন তৃণমূল কর্মীরা: সূত্র
যদিও দলের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 29, 2023 | 8:34 PM

কলকাতা: একশোদিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছিল তৃণমূল। রেলের কাছে চাওয়া হয়েছিল বিশেষ ট্রেন। এদিন ভারতীয় রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, সেই ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না। রেকের অভাবে সেই ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে রেল। তাতেই ক্ষোভের আগুন ঘাসফুল শিবিরের অন্দরে। তবে বিশেষ ট্রেন না পেলেও দিল্লি যেতে অনড় তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ৫০টি ভলভো বাসে কর্মীদের দিল্লি নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে দলের তরফে। যদিও খাতায়-কলমে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। জারি হয়নি কোনও বিবৃতি।

তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে সাফ লিখেছেন, তাঁরা দিল্লি যাবেন। কোনওভাবেই তাঁদের আটকানো যাবে না। এদিকে দিল্লি যাওয়ার জন্য ইতিমধ্যে দিল্লি থেকে বহু মানুষ আসতে শুরু করেছেন কলকাতায়। ভিড় বাড়ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এসেছে কর্মী থেকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা, বিধায়কেরা। ট্রেন বাতিলের খবরে সকলের মনেই ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁদেরই ৫০টি ভলভো বাসে দিল্লি নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। থাকবেন জব কার্ড হোল্ডাররাও।

এদিকে ট্রেন না পাওয়া নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়ে টুইটও করা হয়েছে পূর্ব রেলের তরফে। টুইটে লেখা হয়েছে, ‘আমাদের দমাতে চাওয়ার আরও একটা চেষ্টা! সঙ্গে লেখা হয়েছে, ‘জিতনা ভি কোসিস কর লো হাম ডাটে রাহেঙ্গে, ঝুকেগা নেহি।’