
কলকাতা: ‘ডিজিটালি মৃত’, কলকাতা বিমানবন্দরের অবস্থা দেখে এমনই বলছেন যাত্রীরা। এত বড় আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু তাতে মাসের পর মাস ধরে বন্ধ Wi-Fi পরিষেবা। রা কাটছে না কর্তৃপক্ষ। আতান্তরে যাত্রীরা।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গত বছরের নভেম্বর মাস থেকে বন্ধ হয়ে রয়েছে Wi-Fi পরিষেবা। যার জেরে দেশীয় যাত্রীরা, খুব একটা সমস্যায় না পড়লেও, রীতিমতো নাজেহাল দশা হচ্ছে বিদেশ থেকে আগত যাত্রীদের। অন্য দেশ থেকে আসার ফলে কাজ করছে না তাদের সিম। তার মধ্যে নেই Wi-Fi। যার জেরে আতান্তরে বিদেশি যাত্রীরা।
সম্প্রতি ব্রিটে থেকে কলকাতায় ফেরা এক পড়ুয়া অঙ্কুর উপাধ্য়ায় নিজের এক্স হ্য়ান্ডেলে জানিয়েছেন, ‘কলকাতা বিমানবন্দরে নামার পর দেখি Wi-Fi পরিষেবা বন্ধ। যার জেরে না আমি নিজের আগাম বুকিং করা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারি। না কোনও ক্যাব বুক করতে পারি। বছরের পর বছর বাইরে থাকায় আমার কাছে কোনও ভারতীয় সিমও ছিল না। যার জেরে রীতিমতো বিপদে পড়ে যাই।’
Wi-Fi নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে, তা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ স্বীকার করেছে। তাদের দাবি, পরিষেবা পুনরুদ্ধারের যথাযথ চেষ্টা করা হলেও, কোনও লাভ হয়নি। সাত মাস ধরে বন্ধই পড়ে রয়েছে পরিষেবা। যারা ঠিকাদার বা ইন্টারনেট প্রদান করেন, তাদের তরফ থেকেও কোনও ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছে না।