BJP Member Son: নোদাখালির ছাত্র নিখোঁজকাণ্ডে প্রধান শিক্ষিকার বক্তব্য ঘোরাচ্ছে মোড়…

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Apr 12, 2024 | 8:25 PM

Nodakhali: প্রধান শিক্ষিকা বলেন, "গত পরশু সন্ধ্যা ৬টা ২০-২৫ নাগাদ আমার কাছে একটা ফোন আসে। অচেনা নম্বর থেকে বলা হয় পুরী থেকে বলছি। আপনার স্কুলের ছাত্র এখানে ৪-৫ দিন হল রাস্তায় ঘোরাফেরা করছে। আমি জানতে চাই আমার ফোন নম্বর কোথায় পেলেন? তখন বলল ব্যাগে স্কুলের বই আছে। সেখান থেকে পেয়েছে। বাবা, মাকে ফোনে পাচ্ছে না বলেও জানায়।"

BJP Member Son: নোদাখালির ছাত্র নিখোঁজকাণ্ডে প্রধান শিক্ষিকার বক্তব্য ঘোরাচ্ছে মোড়...
হাউড়ী দিননাথ হাইস্কুলের প্রধান শিক্ষিকা দীপান্বিতা সরকার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নোদাখালিকাণ্ডে এবার মুখ খুললেন ছাত্রের স্কুলের প্রধান শিক্ষিকা। তাঁর দাবি, পুরী থেকে প্রথম ফোন তাঁর কাছেই আসে। ১০ এপ্রিল ফোন করে তাঁকে অচেনা একজন জানান, তিন চারদিন ধরে পুরীতে একা একা ঘুরছে ওই ছাত্র। স্থানীয়রাই তাকে নিজেদের কাছে রেখেছে। শুধু তাই নয়, প্রধান শিক্ষিকার দাবি, এই ঘটনায় যে রাজনীতির যোগ রয়েছে এমন কথা তাঁর কানেও আসেনি।

হাউড়ী দিননাথ হাইস্কুলের প্রধান শিক্ষিকা দীপান্বিতা সরকার। তাঁর কথায়, “সকালে টিউশন গিয়ে বাড়ি ফেরেনি বাচ্চাটি। সেদিনই সেকেন্ড হাফে ছাত্রের বাবা হন্তদন্ত হয়ে আসেন। সঙ্গে আরেকজন ছেলে ছিলেন। বলেন ছেলে টিউশন থেকে বাড়ি ফেরেনি। কোনওভাবে স্কুলে চলে এসেছে কি না সেটাই দেখতে এসেছেন। অ্যাটেনডেন্স রেজিস্ট্রার দেখে বলি আসেনি। জানতে চাই, বাড়িতে কি কিছু হয়েছিল? ওর বাবার কাছে জানতে চাই, কিছু কি হয়েছিল? তখন বলেন, বাড়িতে অশান্তি হয়। একটু বকাঝকা করেছিলেন বলে জানান। এরপর একদিন উনি ফোন করে জানতে চান স্কুলের রেকর্ডে আছে কি না। ছবির দরকার বলে একটা ফোন আসে। আমরা নিয়মিত খোঁজ নিয়েছি। তবে অপহরণ বা অন্য কিছু আমাদের কাছে ছিল না।”

এরপরই প্রধান শিক্ষিকা বলেন, “গত পরশু সন্ধ্যা ৬টা ২০-২৫ নাগাদ আমার কাছে একটা ফোন আসে। অচেনা নম্বর থেকে বলা হয় পুরী থেকে বলছি। আপনার স্কুলের ছাত্র এখানে ৪-৫ দিন হল রাস্তায় ঘোরাফেরা করছে। আমি জানতে চাই আমার ফোন নম্বর কোথায় পেলেন? তখন বলল ব্যাগে স্কুলের বই আছে। সেখান থেকে পেয়েছে। বাবা, মাকে ফোনে পাচ্ছে না বলেও জানায়।”

Next Article