NRS: ‘অন’ ডিউটি চিকিৎসক-স্বাস্থ্য কর্মীরা ‘ফ্রি’ Wi-Fi ব্যবহার করতে পারবেন না,ব্লক সুইগি-জ্যোম্যাটো ‘ফতোয়া’, NRS-এর

NRS:বস্তুত, এনআরএস (NRS) মেডিক্যাল কলেজে নতুন করে ইন্টারনেট বসানো হচ্ছে। সরকারি সেই ইন্টারনেট ব্যবহার করে বিনামূল্যে ওয়াইফাই-এর সুবিধা ব্যবহার করা যাবে না। যে সংস্থা এই ওয়াইফাই লাগানোর কাজ করছে, তাদের লিখিত আকারে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

NRS: অন ডিউটি চিকিৎসক-স্বাস্থ্য কর্মীরা ফ্রি Wi-Fi ব্যবহার করতে পারবেন না,ব্লক সুইগি-জ্যোম্যাটো ফতোয়া, NRS-এর
এনআরএস Image Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 11, 2025 | 5:05 PM

কলকাতা: চিকিৎসক-স্বাস্থ্য কর্মী-নার্সদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ শিয়ালদহ এনআরএস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। এবার থেকে সরকারি মেডিক্যাল কলেজে বিনামূল্যে ওয়াইফাই (WIFI) আর ব্য়বহার করা যাবে না। অন ডিউটি থাকাকালীন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মীরা এবার থেকে বিনামূল্যে আর সরকারি হাসপাতালের এই ‘ফ্রি’ ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন না। এমনই নির্দেশিকা জারি করল NRS  কর্তৃপক্ষ।

বস্তুত, এনআরএস (NRS) মেডিক্যাল কলেজে নতুন করে ইন্টারনেট বসানো হচ্ছে। সরকারি সেই ইন্টারনেট ব্যবহার করে বিনামূল্যে ওয়াইফাই-এর সুবিধা ব্যবহার করা যাবে না। যে সংস্থা এই ওয়াইফাই লাগানোর কাজ করছে, তাদের লিখিত আকারে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, কিছু সাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারনেট শুধু ব্যবহার করা হবে প্রশাসনিক ও শিক্ষামূলক কাজে।

ইতিমধ্যে হাসপাতাল চত্বরের মধ্যে ব্লক করা হয়েছে ফেসবুক-ইউটিউব-ইনস্টাগ্রাম সহ সবরকম সোশ্যাল মিডিয়া। তবে খোলা রয়েছে হোয়াটস অ্যাপ, জিমেইল। ব্লক করা হয়েছে সব রকম বাণিজ্যিক ওয়েবসাইট। এছাড়াও বন্ধ করা হয়েছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম,হটস্টার। ব্লক করা হয়েছে ফুড ডেলিভারি অ্যাপ যেমন সুইগি-জ্যোমাটো সহ একাধিক।