EXPLAINED: কলকাতায় চুপিসারে অজিত দোভাল, বাংলাদেশি জঙ্গি থেকে মাওবাদী দমনে ‘মাস্টারপ্ল্যান’?

সিজার মণ্ডল | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 20, 2025 | 2:12 PM

Terrorist Activity in West Bengal EXPLAINED: গোয়েন্দাদের ধারণা, একাধিক শীর্ষ মাওবাদী নেতা, যাদের মধ্যে পলিটব্যুরো সদস্যও রয়েছে, তারা এই রাজ্যে আশ্রয় নিয়ে রয়েছেন। এ রাজ্যে প্রকাশ্যে মাওবাদী কার্যকলাপ অনেকটা স্তিমিত হলেও, তাদের অনেক সমর্থক রয়েছে।

EXPLAINED: কলকাতায় চুপিসারে অজিত দোভাল, বাংলাদেশি জঙ্গি থেকে মাওবাদী দমনে মাস্টারপ্ল্যান?
বাংলা জঙ্গিদের সেফ হেভেন?
Image Credit source: TV9 বাংলা

Follow Us

বছরের শেষভাগ থেকেই অশান্তি বেড়েছে সীমান্তে। একদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উৎপাত, অন্যদিকে মৌলবাদীদের ভারতের বিভিন্ন অংশ দখলের হুমকি! সীমান্তরক্ষী বাহিনী থেকে সেনা, চিন্তা বেড়েছিল সবার। তবে ঘুম উড়িয়েছিল গোয়েন্দাদের রিপোর্ট। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল, অশান্তির আবহেই ভারতের অন্দরে শিকড় মজবুত করছে ইসলামিক জঙ্গি সংগঠন। তাদের মূল নিশানাই পশ্চিমবঙ্গ। কাট টু ফেব্রুয়ারি। এবার উদ্বেগ মাওবাদীদের নিয়ে। ছত্তীসগঢ়ে যখন মাওবাদী নিধন যজ্ঞ চলছে বলা যায়, তখনই বাংলায় নাকি আবার মাথাচাড়া দিয়ে উঠছে মাওবাদ। ইসলামিক জঙ্গি থেকে মাওবাদ- বাংলা নিয়েই যত উদ্বেগ কেন্দ্রের। তবে কি বাংলাই সফট টার্গেট হয়ে উঠছে জঙ্গিদের নাকি বাংলাই সন্ত্রাসীদের নিশ্চিত ঠিকানা? দোভালের চিন্তা- ২৮টি কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দা সংস্থার কমন প্লাটফর্ম মাল্টি এজেন্সি সেন্টার (Multi Agency Center)। দিন কয়েক বাদেই এই গোয়েন্দা সংগঠনের বৈঠক রয়েছে। সেই  বৈঠকের আগে কলকাতায় দু দিনের সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠক করলেন শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে। বাংলা নিয়ে প্রকাশ করেছেন একাধিক উদ্বেগ। কী সেই উদ্বেগ? আনসারুল্লা বাংলা টিম থেকে শুরু করে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মতো...

Next Article