AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Snehasis Chakraborty: ‘গোটা ভারতের মধ্যে এক নম্বর’, MSME সেক্টর নিয়ে বাংলার খতিয়ান তুলে ধরলেন পরিবহন মন্ত্রী

Snehasis Chakraborty: ‘গোটা ভারতের মধ্যে এক নম্বর’, MSME সেক্টর নিয়ে বাংলার খতিয়ান তুলে ধরলেন পরিবহন মন্ত্রী

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Sep 24, 2025 | 10:00 PM

Share

West Bengal’s Transport Minister Snehasis Chakraborty: পশ্চিমবঙ্গের শিল্প সম্ভবনার কথাও আরও একবার তুলে ধরলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বলেন, “ছোট, ক্ষুদ্র, মাঝারি শিল্প যেগুলি MSME-এর মধ্যে যুক্ত রয়েছে তাতে গোটা দেশ তথা গোটা ভারতের মধ্যে এক নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। ১ কোটি ৩৫ লক্ষ মানুষ সরাসরি এর সঙ্গে যুক্ত রয়েছে।”

কলকাতা: TATA Motors এবং TV9 Network-এর যৌথ উদ্যোগে চলছে এক নতুন ক্যাম্পেন। গোটা দেশের আত্মনির্ভরতার এক অভিনব প্রচার। Tata Ace Pro লঞ্চ উপলক্ষে চলথে ক্যাম্পেন। সংস্থার দাবি সাধারণ এই গাড়ি আসলে সমাজের এক্কেবারে তৃণমূল স্তরে থাকা ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের জীবন-জীবিকার পথ আরও মসৃণ করবে। TATA Ace Pro কেবল একটা নতুন গাড়ি নয়। TATA বলছে এটি একটা আকাঙ্ক্ষা, অগ্রগতি এবং সম্ভাবনার বাহক। সংস্থার বিশ্বাস নতুন TATA Ace Pro ছোট থেকে মাঝারি উদ্যোক্তাদের আরও এগিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। 

এ নিয়ে বলতে গিয়েই পশ্চিমবঙ্গের শিল্প সম্ভবনার কথাও আরও একবার তুলে ধরলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বলেন, “ছোট, ক্ষুদ্র, মাঝারি শিল্প যেগুলি MSME-এর মধ্যে যুক্ত রয়েছে তাতে গোটা দেশ তথা গোটা ভারতের মধ্যে এক নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। ১ কোটি ৩৫ লক্ষ মানুষ সরাসরি এর সঙ্গে যুক্ত রয়েছে। আমাদের রাজ্যে ৯০ লক্ষের বেশি ছোট ছোট সংস্থা রয়েছে। সেগুলির রেজিস্ট্রেশন আমাদের রাজ্য়েই রয়েছে। যাদের হাত ধরে একটা স্বনির্ভরতা গড়ে উঠছে।”

ঠিক এরপরই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, “প্রায় ১ কোটি ১০ লক্ষের উপরে মহিলা সরাসরি স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বনির্ভর হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয়। প্রোডাক্ট তৈরির জন্য সহজ শর্তে লোনও দেওয়া হয়। তারা যেটা তৈরি করছে তার জন্য বাজার তৈরি করার ক্ষেত্রেও সাহায্য করা হয়।”