কলকাতা: হবু নার্সদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড স্বাস্থ্য ভবনে। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বুধবার দুপুরে বিক্ষোভ দেখান হবু নার্সরা। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। সেই বিক্ষোভ হঠিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তখন পুলিশের সঙ্গে বিক্ষোভরত নার্সদের ব্যাপক ধস্তাধস্তি হয়। টেনে-হিঁচড়ে হবু নার্সদের গাড়িতে তোলে পুলিশ। বিক্ষোভরত নার্সদের দাবি, তাঁরা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে পাশ করেছেন। তাঁদের বৈধ শংসাপত্র রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাঁরা চাকরি পাচ্ছেন না। বদলে তাঁদের থেকে কম নম্বর প্রাপ্তরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ ওই বিক্ষোভকারীদের।
চাকরির দাবিতে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ হবু নার্সদের। যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি বলে অভিযোগ। বিক্ষোভরত নার্সদের অভিযোগ, তাঁদের থেকে যাঁরা কম নম্বর পেয়েছেন, যোগ্যতার নিরিখে তাঁদের থেকে অনেক পিছিয়ে তাঁদের চাকরি দেওয়া হয়েছে। কিন্তু যোগ্যতায় এগিয়ে থেকেও তাঁরা বঞ্চিত।
এই ঘটনার জেরে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে যান চলাচলে। বেশ কিছু বাসকে সে সময় ঘুরিয়ে দেওয়া হয়।