liquor: নকল মদের ছিপি ও লেবেল তৈরি করে পুলিশের জালে ওড়িশার ব্যক্তি

Supriyo Guha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2023 | 4:22 PM

liquor: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম প্রশান্ত শেট্টি (৪৮)। সে ওড়িশার বাসিন্দা। তবে বর্তমানে লেকটাউনে থাকেন। রবিবার সংশ্লিষ্ট কারাখানায় অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত হয় প্লাস্টিক ইঞ্জেকশন,মডিউলিং মেশিন, বোতলের ছিপি তৈরি ও কাটিং মেশিন,বোতলের ছিপি তৈরির মেশিন, এয়ার কম্প্রেসার এবং বিপুল পরিমাণ মদের বোতলের নকল লেবেল ও ছিপি।

liquor: নকল মদের ছিপি ও লেবেল তৈরি করে পুলিশের জালে ওড়িশার ব্যক্তি
শহরে নকল মদের ছিপি ও লেবেল তৈরির কারখানার হদিস
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: শহরে নকল মদের ছিপি ও লেবেল তৈরির হদিস পেল পুলিশ। উল্টোডাঙা থানা এলাকার ক্ষুদিরাম বোস সরণী এলাকায় অবস্থিত একটি কারখানায় অভিযান চালিয়ে হদিস মিলেছে এই নকল মদের ছিপির। ঘটনায় গ্রেফতার একজন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম প্রশান্ত শেট্টি (৪৮)। সে ওড়িশার বাসিন্দা। তবে বর্তমানে লেকটাউনে থাকেন। রবিবার সংশ্লিষ্ট কারাখানায় অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত হয় প্লাস্টিক ইঞ্জেকশন,মডিউলিং মেশিন, বোতলের ছিপি তৈরি ও কাটিং মেশিন,বোতলের ছিপি তৈরির মেশিন, এয়ার কম্প্রেসার এবং বিপুল পরিমাণ মদের বোতলের নকল লেবেল ও ছিপি।

নারকেলডাঙা থানায় অভিযোগের ভিত্তিতে এর আগে মোট চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর আরও একজনের গ্রেফতারিতে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল পাঁচ। বস্তুত, সম্প্রতি, বিহারে মদ পাচার করতে গিয়ে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সিভাম ভুঁইয়া নামে বিহারের এক বাসিন্দা। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে পঁচিশ বোতল মদ উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ত্রিশ হাজার টাকা।

Next Article