TMC: রাজধানীতে ছুটলেও ‘অধরা’ গিরিরাজ, কেন্দ্রীয় মন্ত্রীর দেখা পাবে না তৃণমূল

TMC: ৩ অক্টোবর কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু, সেই সাক্ষাৎ হচ্ছে না। শুক্রবারই গিরিরাজের অফিস থেকে জবাব এসেছে ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের কাছে।

TMC: রাজধানীতে ছুটলেও অধরা গিরিরাজ, কেন্দ্রীয় মন্ত্রীর দেখা পাবে না তৃণমূল
গিরিরাজ সিংয়ের অফিস থেকে জবাব এল ডেরেকদের কাছেImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Sep 29, 2023 | 9:41 PM

কলকাতা: দিল্লিতে গিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে তৃণমূল। একশো দিনের কাজের টাকার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে গান্ধী জয়ন্তীতে প্রতিবাদ কর্মসূচির উদ্যোগ নিয়েছে তৃণমূল। ৩ অক্টোবর কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু, সেই সাক্ষাৎ হচ্ছে না। শুক্রবারই গিরিরাজের অফিস থেকে জবাব এসেছে ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের কাছে। জানিয়ে দেওয়া হয়েছে, অনিবার্য কারণ বশত ওই দিনে গিরিরাজ সিং রাজধানীতে থাকবেন না।

উল্লেখ্য, একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেকদিন ধরেই সুর চড়াচ্ছে তৃণমূল শিবির। আর এবার রাজধানীর বুকে সেই আন্দোলন ছড়িয়ে দিতে বদ্ধপরিকর তৃণমূল। বাংলার থেকে একশো দিনের কাজের প্রকল্পে ‘বঞ্চিত’দের দিল্লিতে নিয়ে যেতে চাইছে রাজ্যের শাসক দল। সেই মতো একটি বিশেষ ট্রেনের চিন্তাভাবনাও চালাচ্ছিল তৃণমূল। যদিও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। সেই নিয়েও একপ্রস্থ জলঘোলা হয়েছে আজ সন্ধেয়।

যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের বক্তব্য, পূর্ব রেলের কাছে কেউ কোনও স্পেশাল ট্রেনের জন্য আবেদন করেনি। একটি রাজনৈতিক দল আইআরসিটিসির কাছে আবেদন করেছিল। আইআরসিটিসির থেকে রেলের কাছে জানতে চাওয়া হয়েছিল কোনও স্পেশাল ট্রেন খালি রয়েছে কি না। সেই প্রেক্ষিতে পূর্ব রেল জানিয়েছে, কোনও ট্রেন খালি নেই।

স্পেশাল ট্রেনের বন্দোবস্ত না হলেও পিছু হটতে নারাজ তৃণমূল শিবির। স্পেশাল ট্রেন না পাওয়ায় বাসের ব্যবস্থা করা হচ্ছে বলে শাসক দল সূত্রে খবর। এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর, প্রায় ৫০টি ভলভো বাসের ব্যবস্থা করছে তৃণমূল শিবির। সেই বাসগুলিতে করেই বাংলা থেকে লোক নিয়ে যাওয়া হবে দিল্লিতে।