Police Clearance Certificate: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আর থানায় গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না, বদলে গেল নিয়ম

State Police: কলকাতা ও বিধাননগর কমিশনারেট এলাকায় অনেকদিন আগেই এই পরিষেবা চালু হলেও রাজ্যের অন্যান্য জেলার ক্ষেত্রে নাগরিকদের সশরীরে থানায় গিয়ে আবেদন করতে হত। তবে শুক্রবার থেকে বদলে গেল সেই নিয়ম। গোটা রাজ্যেই এবার থেকে পিসিসি-র জন্য অনলাইনে আবেদন করা যাবে।

Police Clearance Certificate: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আর থানায় গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না, বদলে গেল নিয়ম
প্রতীকী চিত্রImage Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 19, 2024 | 4:43 PM

কলকাতা: এবার ঘরে বসেই পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আর থানায় গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না। সারাদিন সময় নষ্ট করে সশরীরে থানায় যাওয়ার দরকারই নেই। এমনটাই জানানো হল রাজ্য পুলিশের তরফে।

আই জি ট্রাফিক সুকেশ জৈন জানিয়েছেন, পি সি সি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আর থানায় গিয়ে আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে আবেদন করলে ঘরে বসেই পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

কলকাতা ও বিধাননগর কমিশনারেট এলাকায় অনেকদিন আগেই এই পরিষেবা চালু হলেও রাজ্যের অন্যান্য জেলার ক্ষেত্রে নাগরিকদের সশরীরে থানায় গিয়ে আবেদন করতে হত। তবে শুক্রবার থেকে বদলে গেল সেই নিয়ম। গোটা রাজ্যেই এবার থেকে পিসিসি-র জন্য অনলাইনে আবেদন করা যাবে। এদিন থেকেই সেই সিস্টেম বা প্রক্রিয়া চালু হয়ে গেল।

রাজ্য পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে পিসিসি-র জন্য আবেদন করতে হবে। ন্যূনতম ৭২ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে অনলাইনে পিসিসি ইস্যু হয়ে যাবে। হাতে পেয়ে যাবেন সার্টিফিকেট। আগের তুলনায় অনেক কম সময়ে সেই সার্টিফিকেট পাওয়া যাবে বলেই দাবি পুলিশ কর্তাদের। এর জন্য ৩০০ টাকা অনলাইনে জমা করতে হবে।

চাকরির ক্ষেত্রে, পাসপোর্ট তৈরির জন্য বা বিদেশে যাওয়ার ভিসার আবেদনের জন্য কোনও নাগরিকের নামে পুলিশ কেস আছে কিনা (ক্রিমিনাল রেকর্ড) সেই সংক্রান্ত ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। এবার ঘরে বসে হাতের নাগালে সেই সার্টিফিকেট মিলবে। তবে চাইলে সশরীরে গিয়েও পিসিসি সংগ্রহ করা যাবে। সেই নিয়মও বহাল থাকছে। https://pcc.wb.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।