
কলকাতা: বাগুইআটিতে কয়েকদিন আগেই ট্রলি ব্যাগের ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার দু’দিন কাটতে না কাটতেই এবার হাড়হিম ঘটনা উল্টোডাঙার ফুটওভার ব্রিজে। প্রতিদিনের মতোই ফুটব্রিজে দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। আচমকা হইহই শুরু। উল্টোডাঙা ফুটওভার ব্রিজের উপর ঝুলছে দেহ। যা দেখে কার্যত চাপা উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। এ দিন সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে পড়তেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। তারপর তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। উদ্ধার হওয়া যুবকের নাম পরিচয় এখনও পর্যন্ত জানতে পারা যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি বাগুইআটিতে একটি ট্রলিব্যাগের ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়েছিল। সোমবার সন্ধ্যায় প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের। প্রথমটায় তাঁরা ভেবেছিলেন আবর্জনার সঙ্গেই ফেলে দেওয়া হয়েছে ট্রলি ব্যাগটিও। কেউ গুরুত্ব দেননি খুব একটা। তবে মঙ্গলবার সকালে এক পেপার বিক্রেতার নজরে এলে, তিনি স্থানীয় এক বাসিন্দাকে জানান। এরপর ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আর ব্যাগটি খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে মৃতদেহ। এক যুবতীর দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরণে সালোয়ার কামিজ, খোলা চুল ওই যুবতীর মুখ বেঁধে দেওয়া হয়েছে ব্রাউন টেপ দিয়ে। খুন করে যে দেহ লোপাট করার চেষ্টা হয়েছে। সেই ঘটনার পর এবার ফুটব্রিজ থেকে উদ্ধার হল দেহ।