
তারাতলা: সেই তারাতলা থেকে এসেছিলেন মহিলা। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন বজবজে। সঙ্গে ছিলেন তাঁর দুই সন্তান। কিন্তু জল ঢেলেও শেষ রক্ষা হল না। মহিলাকে বাড়ি ফিরতে হল এক সন্তানের নিথর দেহ নিয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বজবজে।
বজবজের চিত্তরঞ্জন কালীবাড়ি। দূর-দূরান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন মন্দির দর্শনে। তাঁরা পুজো দেন সেখানে। তারপর আবার শ্রাবণ মাস। শিবের মাথায় জল ঢালতে প্রচুর ভক্ত আসছেন কয়েকদিন ধরে। সেই মতোই তারাতলার বাসিন্দা ওই মহিলা দুই ছেলেকে নিয়ে আসেন।
এলাকাবাসী সূত্রে খবর, গঙ্গায় স্নানে নামেন তিনজন। সেই সময় আঠারো বছর বয়সী শুভম সাউ ভাঁটা দেখে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন। তারপরই বেশি জলে চলে যায়। আর সাঁতার না জানার কারণে ডুবে যান তিনি। তখনই হইচই শুরু হয়। জানানো হয় পুলিশে। এরপর স্থানীয় জলসাথী কর্মীরা খোঁজাখুঁজির শুভমের দেহ উদ্ধার করে। দ্রুত তাঁকে বজবজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের দাদা বলেন, “পুজো করতে এসেছিলাম তারা তলা থেকে। স্নান করছিলাম আমরা। ও দু থেকে তিনবার গঙ্গায় ডুব দিল। চারবারের বার আর দেখাই গেল না। এরপর আমরা খুঁজতে শুরু করি। তারপর না পেয়ে শেষে পুলিশকে জানাই।”